শান্তকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন মাশরাফী

লিটনের মতো অনেকটা একই পরিস্থিতি নাজমুল হোসেন শান্তরও। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো বাঁ-হাতি এই ব্যাটার জাতীয় দলে নিজেকে পাকাপোক্ত করতে পারছিলেন না। যে কারণে বার বার দলে সুযোগ পেয়ে টাইগার ভক্ত-সমর্থকদের কাছে লিটনের মতো ঠাট্টা, বিদ্রুপের উপলক্ষ্য হয়ে পড়েন শান্ত।
বাংলাদেশ দলে জায়গা পেয়ে বার বার ট্রলের শিকার শান্ত ধীরে ধীরে তার ছন্দ খুঁজে পাচ্ছেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার ভিড়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন তিনি। টুর্নামেন্টে ৫ ম্যাচে মাঠে নেমে পান দুটি ফিফটির দেখা।
বিশ্বকাপের ধারাবাহিকতা এবার বিপিএলেও ধরে রেখেছেন শান্ত। যেখানে ব্যাট হাতে ২৮১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৩ নম্বরে আছেন শান্ত। তার পারফরম্যান্সের ফলও পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন সিলেট আসরে ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
মাশরাফীর বিশ্বাস, লিটনের মতো শান্তও বাংলাদেশ দলকে অনেক কিছুই দিতে পারবে। লিটনের মতো এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে স্বপ্নের পরিধিও বড় দেশের অন্যতম সফল এই অধিনায়কের। তার মতে, লিটনের মতো শান্তও লম্বা দৌড়ের ঘোড়া।
আগামীকাল শুক্রবার (২৭ জানুয়ারি) শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। যেখানে দিনের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঘরের ফ্রাঞ্চাইজিটি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্তকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা নিয়েও কথা বলেন সিলেট দলপতি মাশরাফী।
নড়াইল এক্সপ্রেস মাশরাফি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রাগল থাকতে পারে। সুতরাং মানসিকভাবে শান্ত থাকা অনেক গুরুত্বপূর্ন। যেটা আমি তার (শান্ত) ক্ষেত্রে দেখেছি। লিটনের মতোই বাইরের জিনিসে ও মাথা ঘামায় না। আমার কেন জানি মনে হয় এই ছেলেটা লং রেসের হর্স। এখন দিনশেষে সবকিছুতে আল্লাহর রহমত প্রয়োজন হয়। আমি বিশ্বাস করি, এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।'
এ সময় নিজেদের ক্যারিয়ারের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম না থাকাকে ভাগ্যবান বলছেন ৩৯ বছর বয়সী এই পেসার। যার উদাহরণ দিতে গিয়ে তিনি ড্যাশিং ওপেনার তামিমের আজ তামিম ইকবাল হয়ে ওঠার প্রসঙ্গ টেনে এনেছেন।
তার ভাষায়, ‘আমি মনে করি আমাদের প্রজন্ম ভাগ্যবান যে আমাদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। এখন যারা খেলছে তারা কিন্তু...যারা মানসিকভাবে শক্ত তারা এসব থেকে দূরে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকে। কারা কী লিখছে, সেটা না দেখলে তাদের জন্য কাজটা সহজ হবে।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশে এমন না যে যারা নিচ থেকে উঠে এসেছে, তাদের মৌলিক বিষয় (টেকনিক্যাল) এত শক্তিশালী না। আমাদের সিস্টেমটাই এরকম নেই। আপনি দেখবেন এ ধরণের টুর্নামেন্ট একটা বা দুইটা খেলেই জাতীয় দলে খেলে ফেলে। এর মানে এই না যে তার মৌলিক অনেক শক্তিশালী।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট: ইনিংস ঘোষণা করলো শিবমান গিল
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: জানুন হেড টু হেড পরিসংখ্যান
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- ৩ কোম্পানির এজিএম এর তারিখ ঘোষণা: আসতে পারে যেসব সিদ্ধান্ত
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- শেয়ারবাজারে চমক: ২৫ প্রকৌশল কোম্পানিতে বাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ!
- নতুন পে স্কেল: সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন হিসাব হবে যে নিয়মে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- সরকারি চাকরিজীবীদেরসুখবর: নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়বে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি