জানা গেল শামসুন্নাহারের সর্বশেষ অবস্থা

গতকাল নেপালের বিপক্ষে খেলার সময় মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল শামসুন্নাহারকে। চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ হয়ে উঠলেও আগামীকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে আছে সংশয়।
গতকাল ম্যাচের বিরতির খানিক আগে চোট পান শামসুন্নাহার। এরপর বাকি সময় ডাগআউটে শুয়ে ছিলেন। কিন্তু তাঁকে হাসপাতালে নেওয়া হয় ম্যাচ শেষে। হাসপাতালে কিছু পরীক্ষা আর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কালই ছেড়ে দেওয়া হয়। সেই সময় শামসুন্নাহারকে স্যালাইন দেওয়া হয়েছিল। রাতে বাফুফে ভবনের আবাসিক ক্যাম্পে ফেরেন শামসুন্নাহার। কিন্তু আজ সকালে অনুশীলনের সময়ও তাঁর বাঁ হাতে ক্যানোলা লাগানো ছিল। অনুশীলন শেষে চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়েছেন মাঠেই।
মেয়েদের কোচ গোলাম রব্বানী অবশ্য জানান, শামসুন্নাহারের চোট তত গুরুতর নয়, ‘শামসুন্নাহার আজ মাঠে এসেছে। এখানে সে অনুশীলনে যা যা করার, সেগুলো করেছে। আল্লাহর রহমতে ভালো আছে সে, কোনো সমস্যা নেই। যেহেতু ডাক্তার ওকে বিশ্রামের পরামর্শ দেননি, তাই মাঠে এসেছে। তা ছাড়া আমাদের ফিজিও সব সময় ওকে পর্যবেক্ষণে রেখেছে।’
গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত মেয়েদের সাফের ফাইনালে নেপালের বিপক্ষে ৩-১ গোলের জয়ের প্রথমটি করেছিলেন শামসুন্নাহার। ওই ম্যাচে চোট পেয়ে সিরাত জাহান মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন এই ফরোয়ার্ড। মাঠে নেমেই ১৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন। গতকাল নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জয়েও বড় অবদান ছিল শামসুন্নাহারের। ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল শামসুন্নাহারের। আগামীকাল ভারতের বিপক্ষে স্বাভাবিকভাবেই তাঁকে মাঠে নামানোর চেষ্টা করবেন কোচ।
যদিও কাল শামসুন্নাহার খেলতে পারবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু বলেননি গোলাম রব্বানী, ‘সে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভারতের বিপক্ষে ম্যাচে তাকে নিয়েই সব রকম পরিকল্পনা থাকবে। ম্যাচ শুরুর আগপর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করব।’
গতকাল বল নিয়ে বক্সে ঢোকার মুহূর্তে শামসুন্নাহারকে ট্যাকল করেন নেপালের এক ডিফেন্ডার। শামসুন্নাহার বলে হেড দিতে গেলে ওই ডিফেন্ডারের হাঁটু শামসুন্নাহারের চোয়ালে আঘাত করে। এরপরই মাটিতে পড়ে যান তিনি।
শুরুতে অবশ্য কয়েক মিনিট মাঠেই শুয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর উঠে দাঁড়ালেও কিছুক্ষণের জন্য ‘স্মৃতিভ্রস্ট’ হয়ে গিয়েছিলেন শামসুন্নাহার। তবে এখন কোনো সমস্যা নেই বলেই জানালেন শামসুন্নাহার, ‘এখন আমি সুস্থ আছি। শুধু চোয়ালে আঘাত পাওয়ার কারণে মুখে প্রচণ্ড ব্যথা আছে। এ জন্য ভালোভাবে কারও সঙ্গে কোনো কথা বলতে পারছি না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি