ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে র‍্যাঙ্কিংয়ে চমক দেখালেন অশ্বিন ও জাদেজা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৭:৫৫:৫৭
অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে র‍্যাঙ্কিংয়ে চমক দেখালেন অশ্বিন ও জাদেজা

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪২ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে তুলে নেন ৫ উইকেট। যার স্বীকৃতি হিসেবে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন অশ্বিন। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরেক স্পিনার জাদেজাও।

ইনজুরি থেকে ফিরেই প্রথম টেস্টে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশেনের উইকেটসহ নিয়েছিলেন ৫ উইকেট। ব্যাট হাতে খেলেছিলেন ৭০ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে বল হাতে উইকেট তুলে নেন আরও দুটি। তাতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন জাদেজা। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্সে ৫৫ রেটিং পয়েন্ট বেড়েছে তার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গুড়কেশ মোতি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানে ৭ উইকেট নেওয়া মোতি দ্বিতীয় ইনিংসে ৬২ রানে নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে ৯৯ রানে ১৩ উইকেট নিয়ে রেকর্ডও গড়েছেন মোতি।

তাতে ৭৭ ধাপ এগিয়ে এই তরুণ স্পিনার উঠে এসেছেন ৪৬ নম্বরে। এই স্পিনার খেলেছেন মাত্র তিন টেস্ট। তরুণ ব্যাটসম্যান তেজনারায়ণ চন্দরপল এগিয়েছেন ২৮ ধাপ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

নাগপুর টেস্টের কঠিন উইকেটে ব্যাট হাতে ১২০ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এই সেঞ্চুরিতে দুই ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছে। তাতে ওয়ার্নার পিছিয়েছেন ৬ ধাপ আর খাজা দুই ধাপ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ