ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএল শুরুর আগেই অনেক বড় বিতর্ক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৪ ১৯:৫৮:১৫
আইপিএল শুরুর আগেই অনেক বড় বিতর্ক

ইনস্টাগ্রামে এক সমর্থক ডটিনের উদ্দেশে লেখেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’ জবাবে ডটিন লেখেন, ‘‘আমি কি জিজ্ঞেস করতে পারি, কিসের থেকে সুস্থ হয়ে উঠব?’’ এর পর টুইটারে তিনি লেখেন, ‘‘সবার শুভেচ্ছাবার্তা পেয়ে ভাল লাগছে। কিন্তু সত্যি বলতে কী, আমার কিছুই হয়নি। জানি না, কীসের ভূত আমাকে তাড়া করে বেড়াচ্ছে!’’

এখন প্রশ্ন উঠছে, সত্যিই কী হয়েছে? ডটিনের কি সত্যিই চোট রয়েছে, যার জন্য গুজরাত থেকে শেষ মুহূর্তে এসে ছেঁটে ফেলেছে? না কি ডটিন সত্যি কথা বলতে গিয়ে বোমা ফাটিয়েছেন? সম্প্রতি একের পর এক বিতর্কে জড়ানো আদানি গ্রুপের দল গুজরাত জায়ান্টসের মধ্যে বড় কোনও গোলমাল তৈরি হয়েছে? ডটিন কি পরে আরও কিছু ফাঁস করবেন? গুজরাত কি তাঁর বক্তব্যের কোনও জবাব দেবে?

গত মাসে নিলামে ৬০ লক্ষ টাকা দিয়ে ডটিনকে কিনেছিল গুজরাত। দিল্লি ক্যাপিটালসও নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়। তাঁর ন্যূনতম দাম ছিল ৪০ লক্ষ টাকা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ