ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কলকাতাকে জেতানো রিংকুকে নিয়ে যা বললেন শাহরুখ কন্যা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১০ ০৯:৩৫:২৪
কলকাতাকে জেতানো রিংকুকে নিয়ে যা বললেন শাহরুখ কন্যা

শেষ ৫ বলে টানা ৫ ছক্কায় ২৮ রানের সমীকরণ মিলিয়ে দলকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দিয়েছেন রিংকু। যার ফলে আইপিএলে রোববারের প্রথম ম্যাচে রোমাঞ্চের শিখরে উঠে ৩ উইকেটে জিতেছে কলকাতা। গুজরাটের করা ২০৪ রান শেষ বলে পেরিয়ে গেছে দলটি।

দুই ওভার মিলিয়ে শেষ ৮ বলে কলকাতার প্রয়োজন ছিল ৩৯ রান। বিস্ময়ের স্রোতে ভাসিয়ে ৭ বলে রিংকু নেন ৪০ রান! শেষের অভাবনীয় ঝড়ের শুরু জশ লিটলের বলে ছক্কা ও চার মেরে।

তখনও কলকাতার প্রয়োজন ৬ বলে ২৯। ইয়াশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিংকুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। পরের পাঁচ বল যেন বোলার ও গুজরাটের জন্য দুঃস্বপ্ন। টানা তিনটি ফুলটস বল ছক্কায় ওড়ান রিংকু।

পরের দুটি বল টেনে লং অফ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠান উত্তর প্রদেশের ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক সময়ে তার রান ছিল ১৪ বলে। শেষ পর্যন্ত ৬ ছক্কা ও ১ চারে ২১ বলে অপরাজিত থাকেন ৪৮ রানে।

রোববার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রিংকুর অবিশ্বাস্য ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় কেকেআর। দলটির এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান।

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিংকুর একটি ছবি পোস্ট করেন সুহানা। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, 'আনরিয়েল', যার অর্থ অবাস্তব। কলকাতার এমন জয় যেন বিশ্বাসই করতে পারছিলেন না শাহরুখ কন্যা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ