ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

যুজি চাহালের সৌজন্য বিনিময়ের স্টাইল দেখে হেসে গড়াবেন- ভিডিও ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৯ ১৬:৫৫:৫০
যুজি চাহালের সৌজন্য বিনিময়ের স্টাইল দেখে হেসে গড়াবেন- ভিডিও ভাইরাল

বুধবার সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ২৬তম লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের লড়াই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। ম্যাচের আগে অনুশীলনের সময় দু'দলের ক্রিকেটারদের আড্ডা দিতে দেখা যায় প্রায়শই। লখনউয়ের প্রোটিয়া তারকা কুইন্টন ডি'কক তেমনই মাঠে দাঁড়িয়ে কথা বলছিলেন অন্যদের সঙ্গে।

এমন সময় পিছন দিয়ে চাহালকে এগিয়ে যেতে দেখা যায় ডি'ককের দিকে। যুজি প্রেটিয়া তারকার পিছনে দাঁড়িয়ে নিজের ডান পা দিয়ে কুইন্টনের দু'পায়ের ফাঁকে আলতো করে লাথি কষান। স্বাভাবিকভাবেই ডি'কক চমকে যান। পরে দু'জনকে আলিঙ্গন করতে দেখা যায়। রাজস্থান রয়্যালস মজাদার এই ঘটনাটির ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। তারা ক্যাপশনে লেখে, ‘যুজি ভাইয়ের মতো কেউ নেই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ