ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রাজিলের তারকা ফুটবলার মার্সেলোর ছেলে খেলবে স্পেনের হয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২০ ১০:১৫:৪৭
ব্রাজিলের তারকা ফুটবলার মার্সেলোর ছেলে খেলবে স্পেনের হয়ে

তারকা এই ফুটবলারের ছেলে এনজো আলভেজ ভিয়েরা ব্রাজিলের পরিবর্তে স্পেনের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ১৩ বছর বয়সী মার্সেলোর ছেলে এনজোর জন্ম ২০১৩ সালে। ব্রাজিলের পরিবর্তে স্পেনের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেয়া এনজো এরই মধ্যে স্পেন অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়েছেন।

ব্রাজিলের পরিবর্তে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও ছেলের এমন সিদ্ধান্তে যেন বেশ খুশি মার্সেলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেন, এমন অর্জনের জন্য তোমাকে অভিনন্দন।

বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলে খেলছেন এনজো। তার স্পেনের হয়ে খেলার সিদ্ধান্তের পেছনে এটাও বড় কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। গত বছরই মাদ্রিদের সঙ্গে চুক্তি করে তরুণ এই ফুটবলার। মার্সেলো ডিফেন্ডার হলেও এনজেলো খেলে থাকেন আক্রমণভাগে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ