ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হচ্ছে লিটনের, দেখেনিন কলকাতা একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২০ ১২:৩৫:৩১
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হচ্ছে লিটনের, দেখেনিন কলকাতা একাদশ

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র দিল্লিই কোনও ম্যাচ জিততে পারেনি। তাই তাদের বিরুদ্ধে জয়ের ভাল সম্ভাবনা রয়েছে কলকাতার। কিন্তু দলে কিছু সমস্যা রয়েছে। সব থেকে বড় সমস্যা দলের ওপেনিং জুটি। কোনও ম্যাচেই শুরুটা ভাল করতে পারছে না কলকাতা। রহমানুল্লা গুরবাজ় টানা ব্যর্থ। তাই দিল্লির বিরুদ্ধে তাঁর বদলে লিটনের অভিষেক হতে পারে কেকেআর জার্সিতে। কারণ, ব্যাট করার পাশাপাশি লিটন উইকেটরক্ষকও। তাই গুরবাজ়ের বদলে উইকেটের পিছনে দাঁড়াতে হবে তাঁকে।

দলের মিডল অর্ডার ঠিক থাকলেও সমস্যা বোলিং আক্রমণ নিয়ে। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ ও ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভাল বল করতে পারেনি কেকেআর। তাই বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লকি ফার্গুসন বাদ পড়তে পারেন। বদলে টিম সাউদিকে আবার নেওয়া হতে পারে। তবে সাউদিও বিশেষ ভাল খেলতে পারছেন না। তাই বোলিং কম্বিনেশন নিয়ে একটু হলেও চিন্তা করতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতকে।

তবে চন্দ্রকান্ত তাঁর দলের প্রথম একাদশে খুব বেশি বদল করতে চান না। হায়দরাবাদের কাছে হারের পরেও সেই কারণে মুম্বইয়ের বিরুদ্ধে একই দল খেলিয়েছিলেন তিনি। তবে এ বার হয়তো তিনি পরিবর্তন করতে বাধ্য হবেন। লিটনের উপর এ বার হয়তো ভরসা দেখাতে হবে তাঁকে।

কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস, নারায়ন জগদীশন, বেঙ্কটেশ আয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারাইন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ