ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বার্সেলোনায় ফিরতে আরেকধাপ এগিয়ে গেলেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২০ ১৬:৪২:০৮
বার্সেলোনায় ফিরতে আরেকধাপ এগিয়ে গেলেন মেসি

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ বলছে, মেসিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে বার্সা। সম্প্রতি নিজেদের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘মার্কা’, যার শিরোনাম ‘দৃষ্টিসীমায় লেভার: মেসি বার্সার কাছাকাছি’।

বার্সার ক্রীড়া পরিকল্পনা বোর্ড জানিয়েছে, আগামী মৌসুম চলতে ২০ কোটি ইউরো (২ হাজার ৩২৫ কোটি ৭০ লাখ টাকার কিছু বেশি) লাগবে। এই অর্থ বিভিন্ন খাত থেকে আয়ের মাধ্যমে ও ব্যয় কমিয়ে জোগাড় করবে তারা।

ক্লাবটি তাদের অর্থনৈতিক কার্যকারিতা পরিকল্পনা শিগগিরই লা লিগা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে। অঙ্গীকারপত্র প্রদান সাপেক্ষে লিগ কমিটি সবুজ সংকেত দিলে দলবদলের বাজারে যোগ দিতে আর কোনো বাধা থাকবে না। চাইলে মেসিকেও ফেরাতে পারবে বার্সা।

পুরোনো ক্লাবে মেসির ফেরার গুঞ্জনকে আরো জোরাল করলো নতুন একটি খবর। বার্সার হাঁড়ির খবর জানিয়ে খ্যাতি পাওয়া সাংবাদিক আদ্রিয়ান সাঞ্চেজ নিজের ইউটিউব চ্যানেল ‘মাস কুউই পেলাতস’-এ দাবি করেছেন, বার্সেলোনায় সন্তানদের পুরনো স্কুলে আবারো তাদেরকে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন মেসির পরিবার।

প্রায় দুই যুগের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। আর সে সময় স্কুল কিংবা চেনা পরিচিত সহপাঠীদের ছেড়ে আসতে হয় তার সন্তানদেরও।

তবে সাংবাদিক আদ্রিয়ান সাঞ্চেজের দাবি, নতুন করে আবারো বার্সেলোনার পুরনো স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন পিএসজি তারকা।

এ খবর যদি সত্যিই হয়ে থাকে। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার বার্সেলোনায় ফেরা সময়ের অপেক্ষা কেবল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ