ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হুট করে আবার নেতৃত্বে ফিরলেন কোহলি কারণ জানালেন নিজেই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২০ ১৬:৫৭:০৯
হুট করে আবার নেতৃত্বে ফিরলেন কোহলি কারণ জানালেন নিজেই

মূলত বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস স্কোয়াডে থাকলেও তিনি নেতৃত্ব দিচ্ছেন না। এ কারণে অধিনায়কত্বে ফিরেছেন কোহলি।

অথচ ক্রিকেটের তিন ফরম্যাটে ভারত জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সঙ্গে ব্যাঙ্গালুরুর অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন কোহলি। হুট করে আবার কেন নেতৃত্বে ফিরলেন তিনি। এর কারণ জানিয়েছেন বিরাট নিজেই।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামা কোহলি জানিয়েছেন, নিয়মিত অধিনায়ক ডু প্লেসি ফিল্ডিং করতে পারবেন না। সেজন্য তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে। অর্থাৎ ডু প্লেসি শুধু ব্যাটিং করবেন।

দ্বিতীয় ইনিংসে অর্থাৎ বোলিংয়ের সময় প্রোটিয়া ব্যাটারের জায়গায় খেলতে নামবেন পেসার বিশাক বিজয়কুমার। যেহেতু ডু প্লেসি ফিল্ডিং করবেন না কোহলি তাই দলকে নেতৃত্ব দিচ্ছেন।

টস হেরে ব্যাটিং পাওয়ার বিষয়ে কোহলি বলেছেন, তারা টস জিতলেও শুরুতে ব্যাটিং করার কথা চিন্তা করতো। কারণ দ্বিতীয় ইনিংসের সময় উইকেট ধীর হয়ে যাওয়ায় ব্যাট করা কিছুটা কঠিন হতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ