ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ডিপিএলে গ্রুপ পর্ব শেষ, দেখেনিন যত রান করলেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২০ ২১:৪২:১৩
ডিপিএলে গ্রুপ পর্ব শেষ, দেখেনিন যত রান করলেন মাহমুদউল্লাহ

তবে জাতীয় দলে না থাকায় চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) সব ম্যাচেই খেলেছেন মাহমুদউল্লাহ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গ্রুপ পর্বের ১১ ম্যাচেই মাঠে নেমেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। যেখানে ব্যাট হাতে অবদান রাখার সুযোগ হয়েছে ১০ ইনিংসে।

গ্রুপ পর্বের ১১ ম্যাচে ২৮৪ রান সংগ্রহ করেছেন মাহমুদউল্লাহ। গড় ছিল ২৮.৪০। যা তার সঙ্গে মোটেও যায় না। যেখানে তিনি ব্যাটিং করেছেন ৮৮.৪৭ স্ট্রাইকরেটে। আসরে কোনো সেঞ্চুরির দেখা না পেলেও অভিজ্ঞ এই ব্যাটার তুলে নিয়েছেন তিন হাঁফ সেঞ্চুরি।

অবশ্য মোহামেডান ইতোমধ্যেই সুপার লিগ নিশ্চিত করেছে। অথচ আসরের প্রথম দিকে টানা কয়েক ম্যাচ হারার কারণে সুপার লিগ খেলা ছিল দলটির জন্য বড় চ্যালেঞ্জ। তবে পরবর্তীতে সাকিব আল হাসান দলে যোগ দেওয়ার পর টানা ৬ ম্যাচ জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন এই দলটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ