ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

লিটনকে নিয়ে টুইটারে সমালোচনার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২১ ১০:১৫:৩১
লিটনকে নিয়ে টুইটারে সমালোচনার ঝড়

ভুল তো মানুষেরই হয়! অথচ এই ভুলের জন্যই এবার তুলোধুনোর শিকার লিটন কুমার দাস। আইপিএলে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই লিটন পড়লেন ভারতীয়দের রোষানলে। কেউ কেউ এমনও বলছেন, আইপিএল থেকে লিটনকের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দাও!

জয়ের জন্য মুখিয়ে থাকা কলকাতা ২০ এপ্রিল হেরেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল দিল্লী ক্যাপিটালসের কাছে। এই ম্যাচের আগে মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নাররা কোনো ম্যাচই জিততে পারেননি। এমন একটি দলের কাছে হারের পর যখন ভুলত্রুটি শুধরানো নিয়ে বসা উচিৎ, ঘুরে দাঁড়ানোর কথা ভাবা উচিৎ, তখন কলকাতার সমর্থকরা লিটনকে ধুয়ে দিচ্ছেন। তাদের দাবি, লিটনের কারণেই নাকি হেরেছে কেকেআর। লিটন যদি ভুল না করতেন তাহলে ১২৭ রানের ছোট্ট পুঁজি নিয়েই নাকি দিল্লীকে হারের স্বাদ দিত দুইবারের চ্যাম্পিয়নরা। টুইটার খুললেই চোখে পড়ছে লিটনের সমালোচনা আর নিন্দা।

চার হাঁকিয়ে আইপিএলে অভিষেক ঘটানো লিটন ব্যাটিংয়ের জন্য, বাংলাদেশি এই সুপারস্টার কাঠগড়ায় কিপিংয়ের জন্য। রহমানউল্লাহ গুরবাজকে একাদশের বাইরে রেখে এদিন উইকেটকিপার হিসেবে খেলানো হয় লিটনকে। তবে মন ভরাতে পারেননি একটুও। ম্যাচের শেষদিকে কলকাতার বোলাররা লড়াই জমিয়ে তুলেছিলেন। ১৭তম ওভার শেষে ১৫ রান প্রয়োজন ছিল দিল্লীর। রান করতে বেশ কষ্টই হচ্ছিল ললিত যাদব ও অক্ষর প্যাটেলের।

১৮তম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্তীর বল খেলতে অনেকখানি এগিয়ে আসেন ললিত যাদব। লিটন পেয়ে যান স্টাম্পিংয়ের সুবর্ণ সুযোগ। তবে হেলায় সেই সুযোগ হাতছাড়া হয়। বল হাতে জমাতে পারেননি, স্টাম্পও ভাঙতে পারেননি। পরের ওভারে বল হাতে নেন নিতিশ রানা। ওভারের পঞ্চম বলে লিটন আরও একবার স্টাম্পিং মিস করেন, এবার স্ট্রাইকে ছিলেন অক্ষর প্যাটেল। আর পরপর দুইবার লিটনের এই স্টাম্পিং মিস দেখে রেগে আগুন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা।

টুইটারে লিটনকে বাজেভাবে আক্রমণ করছেন তারা। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য টুইটার প্রতিক্রিয়া।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ