ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউনাইটেডকে যোগ্য জবাব দিল টটেনহ্যাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৮ ১০:৪৬:৩৭
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউনাইটেডকে যোগ্য জবাব দিল টটেনহ্যাম

বৃহস্পতিবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল ইউনাইটেড। এ ম্যাচে প্রথমার্ধে দুই গোলের লিড পেলেও বিরতির পর খেই হারিয়ে ফেলে রেড ডেভিলসরা। ৯০ মিনিটের খেলা শেষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠে ছেড়েছে প্রিমিয়ার লিগের দু’দল।

এদিন ম্যাচের শুরুতেই রেড ডেভিলসদের হয়ে প্রতিপক্ষের জালে বল পাঠায় জাদোন সানচো।

এরপর ২৮তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল স্বাগতিক টটেনহ্যাম। ইভান পেরিসিচের হেড একেবারে শেষ মুহূর্তে এক হাত দিয়ে আটকান ডি গেয়া।

ম্যাচর ৪৩তম মিনিটে আবারো প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ান পেরিসিচ; তবে ক্রোয়াট মিডফিল্ডারের জোরাল শট দৃঢ়তায় আটকে দেন ইউনাইটেড গোলরক্ষক।

পরের মিনিটের পাল্টা আক্রমণে রাশফোর্ডের দুর্দান্ত গোলে বিরতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে লড়াইয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। ৫৬তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। গোলমুখে হ্যারি কেইনের প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বল ধরে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন পেদ্রো।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৬৬তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পায় টটেনহ্যাম। কিন্তু সতীর্থের পাস বক্সে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন সন।

৭৯তম মিনিটে আর হতাশ করেননি সন। ডান দিক থেকে কেইনের দারুণ পাস বক্সে বাঁ দিকে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।

বাকি সময়ে দুই দলই সমানতালে করতে থাকে আক্রমণ। সুযোগও কিছু আসে, কিন্তু ব্যবধান গড়ে দিতে পারেনি কেউ।

চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর পাঁচ নম্বরে উঠে আসা টটেনহ্যামের পয়েন্ট ৫৪, দুটি ম্যাচ বেশি খেলেছে তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ