বেরিয়ে এলো আসল তথ্যঃ হাথুরুসিংহের জন্যই চাকরি হারাচ্ছেন অ্যানাল ডোনাল্ড
গতকাল শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়- এটি কি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ? জবাবে সাংবাদিকের সঙ্গে একমত হন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটসম্যানদের ব্যর্থতার গল্পও শোনালেন সাকিব, প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন।সব উলটপালট সত্ত্বেও এক জায়গায় কিছুটা স্বস্তি বোধ করছেন সাকিব- বোলিং ইউনিট। আরও নির্দিষ্টভাবে, ফাস্ট বোলিং ইউনিট।
৪৬ দিন বা ৪৮ ম্যাচ: ভারতের বিশ্বকাপকে কোনো মানদন্ডে বিচার করলে বলা যায়, এই আসর তারুণ্য ও মধ্যবয়সের বাইরে! বর্তমান বিশ্বকাপ এখন সময়ের দিক থেকে ২৫ দিন এবং ম্যাচের দিক থেকে ২৮ দিন। মিডওয়ে পয়েন্টে, টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষ ১৫ তালিকায় একজনও বাংলাদেশি খেলোয়াড় নেই। দলের সর্বোচ্চ ২১৮ রান নিয়ে মাহমুদউল্লাহ আছেন ১৯ নম্বরে। তবে বোলিংয়ে শরিফুল রয়েছেন ১৫ নম্বরে। এ ছাড়া দলের বাকি চার ফাস্ট বোলারের কেউই সব ম্যাচ খেলেননি। তাসকিন বা মুস্তাফিজ যদি সবগুলো ম্যাচ খেলতেন, তাহলে হয়তো তাদের মর্যাদা আরও বেশি দেখা যেত।
সব মিলিয়ে টুর্নামেন্টে বাংলাদেশি ফাস্ট বোলারদের পারফরম্যান্স খারাপ বলা যাবে না। বরং ভারতের ব্যাটিং স্বর্গে সেরাটা তুলে আনছে তারা। তবে কয়েক বছর আগেও টাইগার শিবিরের সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল পেস ইউনিট। তাসকিন-মুস্তাফিজের বিকাশে দারুণ অবদান রেখেছেন অ্যালান ডোনাল্ড। কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার দায় চাপলো তার কাঁধে!
অ্যালান ডোনাল্ড ২০২২ সালের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এটি পরবর্তীতে দুই ধাপে বর্তমান ভারত বিশ্বকাপে বাড়ানো হয়।
৩০ নভেম্বর পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে। অর্থাৎ বিশ্বকাপ শেষে তার দায়িত্ব শেষ। বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড ডোনাল্ডের মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে 'গুড বুক' না থাকায় ডোনাল্ডের ওপর বোর্ডের আস্থা কমছে বলে মনে করা হচ্ছে।
যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডোনাল্ড। তবে বিসিবির সঙ্গে তার আলোচনা এখনো চলছে বলে জানান তিনি। 24UpdateNews-এর সাথে আলাপকালে বোলিং কোচ বলেন, 'বিসিবির সঙ্গে বিশ্বকাপ শেষ পর্যন্ত আমার চুক্তি আছে। তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। সম্মানের সাথে, আমি এখনই মিডিয়াকে কিছু বলতে চাই না, আমার পুরো ফোকাস এই মুহূর্তে বিশ্বকাপে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- 'এ' থেকে 'জেড' ক্যাটাগরিতে নামল এক কোম্পানি
- আজকের সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণ ও রুপার ভরি কত
- ব্যাপক হারে কমলো রড ও ইস্পাতের দাম, জানুন মূল্য তালিকা
- বিশাল মুনাফার হাতছানি! 'নো ডিভিডেন্ড'-এর শেয়ারে বাজিমাত
- ৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- হুট করে পাল্টে গেলপেঁয়াজের বাজার
- বিএসইসি’র বিতর্কিত নীতিতে ধ্বংসের দ্বারপ্রান্তে শেয়ারবাজার
- ওরিয়ন ইনফিউশন নগদ লভ্যাংশ ঘোষণা
- ফিজি বনাম আর্জেন্টিনা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live) এখানে
- হংকং সিক্সার্সের প্লেট ফাইনাল: শেষ হলো বাংলাদেশের ম্যাচ, জেনে নিন ফলাফল
- পে স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য দু:সংবাদ দিল অর্থ উপদেষ্টা
- ফিজি বনাম আর্জেন্টিনা: শেষ ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম জাম্বিয়া: নাটক শেষ, ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ফিজি বনাম আর্জেন্টিনা: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল