ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সাকিবদের কঠিন সমালোচনা করলেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ অক্টোবর ২৯ ২১:৫৩:৪১
সাকিবদের কঠিন সমালোচনা করলেন আশরাফুল

বিশ্বকাপে মোটেও ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ দলের। প্রাথমিকভাবে জাই আফগানিস্তানের সাথে দেখা করলেও পরবর্তী সাফল্য পাননি। দু-একজন বাদে কোনো দলের পারফরম্যান্সই বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক সাকিব আল হাসানও খারাপ ফর্মে।

সব মিলিয়ে বিশ্বকাপের ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। দলের এমন বাজে অবস্থার জন্য তুমুল সমালোচিত হচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার টাইগার অধিনায়কের সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন বিশ্বকাপের পর অধিনায়কত্বের দায়িত্ব নেবেন না। এমন মানসিকতার একজন অধিনায়কের কাছ থেকে সৎ পরিকল্পনা আশা করা যায় না বলে মনে করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফুল।

আশরাফুল বলেন, বিশ্বকাপ খেলতে আসার আগে সাকিব এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১২ নভেম্বর থেকে তিনি অধিনায়ক হবেন না। এমন মানসিকতা নিয়ে বিশ্বকাপে খেলতে আসা কারো কাছ থেকে সৎ পরিকল্পনা আশা করা যায় না।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থ বলে মনে হচ্ছে। আশরাফুলকে প্রশ্ন করা হয়েছিল, দায়িত্ব সাকিবের কাঁধে আছে কি না। এর জবাবে সর্বকনিষ্ঠ টেস্ট শতবর্ষী এই ক্রিকেটার বলেন, 'আমি যেমন শুনেছি, তাহলে দায়ভার তার ওপরই বর্তায়।'

বিশ্বকাপে ইনিংসের শুরুতেই রান দিতে পারেননি বাংলাদেশের ওপেনাররা। দলের একজন অভিজ্ঞ ওপেনার দরকার বলেও মনে করেন আশরাফুল। তামিমের জায়গায় ইমরুল কায়েসকেও দলে রাখা যেত বলে মন্তব্য করেন তিনি।

বললেন, তামিমকে বিশ্বকাপে আনা দরকার ছিল। যেহেতু তাকে আনা সম্ভব হয়নি, তাই তার জায়গায় ইমরুল কায়েসের মতো কাউকে আনার প্রয়োজন ছিল। তিনটি বিশ্বকাপ খেলেছেন। এখনও ঘরোয়া ক্রিকেটে কাজ করে। ইমরুল থাকলে আমি নিশ্চিত ওপেনিংটা এতটা খারাপ হতো না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ