ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

তিন উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড, দেখে নিন স্কোর আপডেট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ নভেম্বর ০১ ২০:০৯:২৯
তিন উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড, দেখে নিন স্কোর আপডেট

বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড। যেখানে রান তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চাপে কিউই দল।

খবর লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ১৪.৪ ওভারে তিন উইকেটে ৬৭ রান।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৫৭ রান করে। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ৩৫৮ রান।

লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই ছিটকে পড়ে নিউজিল্যান্ড। দলের পক্ষে ইনিংস শুরু করেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। এই দুই ব্যাটসম্যানই ব্যাট হাতে খেলা শুরু করেন।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে কনওয়েকে বাড়ির পথ দেখান মার্কো জ্যানসেন। তার আউট হওয়ার পর ক্রিজে আসেন রচিন রবীন্দ্র। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ড্রেসিংরুমে ফিরে আসেন রবীন্দ্র।

এর পর ড্রেসিংরুমে পৌঁছে যান উইল ইয়াং। কোয়েটজির বলে ডি ককের হাতে ধরা পড়ার আগে তিনি ২৯ রান করেন। পরে কিউই অধিনায়ক টম ল্যাথামের কাছ থেকে ২২-গজ এগিয়ে আসেন।

টপ অর্ডারের তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে কিউইরা। এখন ড্যারিল মিচেলের সাথে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ল্যাথাম।

এখন মিচেল ৬ ও ল্যাথাম ১ রানে অপরাজিত আছেন।

এর আগে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। দলের পক্ষে ইনিংস শুরু করেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। দুজনেই প্রথম থেকেই খেলতে থাকে। ইনিংসের নবম ওভারে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। স্লিপে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েন বাভুমা। ২৪ রান করে আউট হন তিনি।

এরপর উইকেটে আসেন রাসি ফন ডের ডুসেন। তার সঙ্গে বড় জুটি গড়েন ডি কক। পরে চলমান বিশ্বকাপে তার চতুর্থ সেঞ্চুরি করেন ডি কক। ম্যাচের ৩৬তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ডি কক-ডুসেন জুটি দ্বিতীয় উইকেটে ২০০ রান করেন।

তবে সেঞ্চুরির পর ড্রেসিংরুমে ফিরতে হয়েছে ডি কককে। টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে তিনি ১১৪ রান করেন।

তার আউট হওয়ার পর ক্রিজে আসেন ডেভিড মিলার। এরপর নিশামের বলে চার মেরে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন রাসি ফন ডের ডুসেন। সেঞ্চুরির পর দ্রুত রান তোলেন রাসি। তবে সাউদির বলে বোল্ড হয়ে ১৩৩ রানে থামতে হয় তাকে।

শেষ মুহূর্তে ডেভিড মিলারের দুর্দান্ত ফিফটির সুবাদে প্রোটিয়া ইনিংস থেমে যায় ৩৫৭ রানে।

এদিন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট নেন জেমস নিশাম ও ট্রেন্ট বোল্ট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ