ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বিশ্বকপে প্রতারণা করেছে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ নভেম্বর ০৩ ২১:৩০:৩৬
বিশ্বকপে প্রতারণা করেছে ভারত

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় পেসাররা। গোটোকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেট নিয়েছিল তারা। মোহাম্মদ শামি ৫ উইকেট, মোহাম্মদ সিরাজ ৩ ও জসপ্রিত বুমরাহ ১ উইকেট। আগের ম্যাচেও ভারতীয় খেলোয়াড়েরা নিজেদের মেধা দেখিয়েছে।

তবে তাদের সাফল্যের পেছনে প্রতারণা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। তিনি বলেন, আইসিসি ভারতকে আলাদা বল দিচ্ছে। যাতে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা আরও সুইং পান। শীর্ষস্থানীয় ভারতীয় দুইটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

পাকিস্তানের টিভি চ্যানেলে এক অনুষ্ঠানে রাজা বলেন, ভারতকে যে বল দেয়া হচ্ছে, সেটা পরীক্ষা করা উচিত। তাদের বোলাররা অনেক সুইং ও সিম পাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড ও মাখায়া এনটিনির মতো বোলিং করছেন শামি ও সিরাজ। শামির বলে সুইং দেখে অবাক হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও।

তিনি বলেন, আমার মনে হয়; ভারতকে সাহায্য করছে আইসিসি। অন্যথায় নিজেদের বোলারদের বাড়তি সহায়তা করছে বিসিসিআই। তৃতীয় আম্পায়াররাও ভূমিকা রাখতে পারে। তাই তদন্ত জরুরি।

পাক ক্রিকেটার বলেন, ভারত ব্যাট করলে বল স্বাভাবিক আচরণ করছে। কিন্তু তারা বোলিং করলে চরিত্র বদলে যাচ্ছে। ডিআরএসের সব সিদ্ধান্ত মেন ইন ব্লুদের পক্ষে যাচ্ছে। শিরোপা জিততেই এমনটি করা হচ্ছে। নেপথ্যে আইসিসি বা বিসিসিআইয়ের ভূমিকা থাকতে পারে।

তবে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেখায়নি আইসিসি কিংবা বিসিসিআই। তবে রাজার দাবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ