ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বিশ্বকাপ শেষ হতেই বাবর-রিজওয়ানদের কঠিন ভাবে প্রশ্নবিদ্ধ করল মালিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ নভেম্বর ১২ ২১:৪৬:১৭
বিশ্বকাপ শেষ হতেই বাবর-রিজওয়ানদের কঠিন ভাবে প্রশ্নবিদ্ধ করল মালিক

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় পাকিস্তানের সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বাবর রিজওয়ানের ‘পেশাদারিত্ব’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি পাকিস্তানি ক্রিকেটারদের অজুহাত দিতেও নিষেধ করেছেন।

ভারতের উদাহরণ টেনে মালিক বলেন, ‘ভ্রমণ ক্লান্তি কেবলই একটি অজুহাত। পুরো বিশ্বই এখন ভ্রমণ করছে। ভারতের দিকে তাকান। তাদের পেসাররা গতি ও সুইং হারায়নি। এটি পেশাদারিত্ব, যা আমাদের দলে দেখা যায়নি।’

ম্যাক্সওয়েলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘পাকিস্তান দলের অর্ধেক ক্রিকেটারই জানে না কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমরা ম্যাক্সওয়েলের ক্ষেত্রে দেখেছি তারা তাকে কিছু জেল মাখিয়ে দিয়েছে এবং সে গুরুতর অসুস্থতা নিয়েও খেলেছেন। ভ্রমণ কোনো বিষয় হতে পারে না, এটি একটি অজুহাত মাত্র।’

বাবার আজমের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘আমরা শুধু ছোট দলগুলোর বিপক্ষেই জয়লাভ করেছি। বিগত তিন বছর ধরে তিনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু কোন উন্নতি নেই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ