ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিয়ে মিচেল মার্শেলের ভবিষ্যদ্বাণী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ নভেম্বর ১৭ ২১:২২:৩৩
বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিয়ে মিচেল মার্শেলের ভবিষ্যদ্বাণী

ক্রিকেটের মহাকাব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নামতে আর মাত্র এক ম্যাচ বাকি। এবার দেড় মাসের ব্যস্ততার অবসান ঘটতে যাচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং দুইবারের শিরোপাধারী ভারত বহুল কাঙ্ক্ষিত সংঘর্ষে টিকে আছে। আগামী রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদে হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে দুই দল। এর আগে, আউজি অলরাউন্ডার মিচেল মার্শ রোহিত শর্মার পক্ষে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। ভারতকে মাত্র ৬৫ রানে বোল্ড করার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি! তদুপরি, তিনি দাবি করেছেন - ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চূর্ণ করে অস্ট্রেলিয়া ৩৮৫ রানের বিশাল ব্যবধানে শিরোপা জিতবে। প্রথম নজরে, এই কেসটি যে কারও কাছে হাস্যকর এবং অবিশ্বাস্য মনে হতে পারে! আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের একটি পডকাস্ট ইভেন্টে মিচেল মার্শ ঠিক এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শুরু হতে দুদিন বাকি। ৪৫ ম্যাচের রাউন্ড রবিন এবং দুটি সেমিফাইনাল ম্যাচের পর বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। যেখানে ভারত-অস্ট্রেলিয়া দল নিজেদের পারফরম্যান্সে টেনে নিয়েছে। সাম্প্রতিক সময়ে দুই গ্রুপের মধ্যে মারামারি বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। প্যাট কামিন্সের দল গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতকে হারিয়ে ট্রফি জিতেছিল। এবার তিনি সীমিত ওভারের ফরম্যাটে শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। ইতিমধ্যেই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন ক্রিকেটপ্রেমীরা। যখন কে জিতবে, স্বাভাবিকভাবেই মার্শ তার দল বেছে নেবেন। কিন্তু তার নিছক হিসাব চমকপ্রদ। হয়তো ঠাট্টা করে এই মন্তব্য করেছেন। পডকাস্ট প্রোগ্রামে মার্শ বলেন, "অস্ট্রেলিয়া অপরাজিত থাকবে। আমরা ফাইনালে ভারতকে হারাব।" অস্ট্রেলিয়ার স্কোর হবে - ৪৫০/২। ভারত পরে ৬৫ রানে অলআউট হবে। অজিদের হয়ে পুরো বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মার্শ। তিনি এখন পর্যন্ত নয়টি ম্যাচে ৫৩.২৫ গড়ে ৪২৬ রান করেছেন। তবে, তিনি হোম ওপেনার ডেভিড ওয়ার্নারের মুখোমুখি হন। ১০ ম্যাচে ৫২৮রান করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এছাড়া ভারতীয় ক্রিকেটাররা রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বিশাল অবস্থান দখল করে আছে। রোহিতের দল এখন পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি। বিপরীতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। চলতি আসরে রেকর্ড অষ্টম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অজিবাহিনী। বিশ্বক্রিকেটের সবচেয়ে সফল দলটি এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। অন্যদিকে, ১৯৮৩, ২০০৩ এবং ২০১১ সালের পর চতুর্থ ফাইনালে উঠেছে ভারত। তাদের দুর্দান্ত ফর্ম ও ঘরের মাঠ বিবেচনায় সব ফলই তাদের পক্ষে কথা বলছে! তবুও আহমেদাবাদের বহুল আকর্ষণীয় ফাইনালে কারা জিতবে— সময়ই বলে দেবে তা!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজ ৮ কোম্পানি গুরুত্বপূর্ণ বোর্ড সভা: আসছে ইপিএস

আজ ৮ কোম্পানি গুরুত্বপূর্ণ বোর্ড সভা: আসছে ইপিএস

বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে আজ আটটি ভিন্ন কোম্পানি। ঘোষণা অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভা (বোর্ড সভা) আজকের দিনটিতে (১০... বিস্তারিত