ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

যেকারনে শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না সাকিব জানালো বিসিবি!

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ ফেব্রুয়ারি ১৪ ২২:২৫:১১
যেকারনে শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না সাকিব জানালো বিসিবি!

তিন মাস ধরে চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। এক মাসেরও বেশি সময় ধরে পরিস্থিতির অবনতি হচ্ছে। এ কারণে চলতি প্রিমিয়ার লিগের শুরু থেকেই সাকিব অনেক ভুগেছেন এবং কিছু ম্যাচে ব্যাটিং করেননি। কিন্তু পরে তিনি ইংল্যান্ড ও সিঙ্গাপুরে চিকিৎসা নেন।

তবে সাকিব বর্তমানে মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছেন এবং ব্যাট হাতে রানে ফিরেছেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই সাবেক টাইগার অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজের নতুন অধিনায়ক হিসেবে নাজমুল শান্তকে নিয়োগ দিয়েছে বিসিবি।

তবে কেন দলে নেই তার জবাব আজ সংবাদমাধ্যমকে দিয়েছেন বিসিবির নির্বাচক আবদুল রাজ্জাক। তিনি বলতেন: ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে... ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত।

সাকিব কি এই ঘরোয়া ক্রিকেট খেলবেন— জানতে চাইলে রাজ্জাক বলেন, এখনও আমি জানি না। এটা আসলে কী হয়, আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে। কারণ ওর এরকম সমস্যা চলছে। মেডিকেল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি। এই-ই আর কিছু না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ