চরম দু:সংবাদ: মেসিসহ দুই ফুটবলারের চোট, বড় ধাক্কা খেল আর্জেন্টিনা

ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াইয়ে নামার আগে নিজের ঝালিয়ে নিতে চায় আর্জেন্টিনা। তাই মার্চেই দুইটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই সবের মাঝে বড় শঙ্কা হলো দলের মহাতারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে। কেননা ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লিওনেল মেসি।
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি চলতি বছরের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছেন। প্রথমে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে প্রাক প্রস্তুতি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। এরপর কনক্যাকাফ ও মেজর লিগ সকার (এমএলএস) দিয়ে তারা পুরোদমে ব্যস্ত মৌসুমে ঢুকে পড়ে। তাইতো সব ম্যাচ খেলে বেশ ক্লান্ত লিওনেল মেসি। আবার পেয়েছেন চোট।
শেষ ম্যাচে ৫০ মিনিট খেলে মাঠ থেকে উঠে যান সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে জানা যায়নি তার চোট কতটা গুরুত্বর। সেদিন কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলে এসসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন মেসিরা। মাঠ ছাড়ার আগে ৩৬ বছর বয়সী এই ফুটবলার এক গোল করেন এবং সহায়তা করেন আরেক গোলে।
ইনজুরির কারণে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে দলটির তারকা ফুটবলার পাওলো দিবালা ছিটকে গেছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শনিবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।
এএফএ জানিয়েছে, পায়ের মাংসপেশিতে চোট পেয়ে আর্জেন্টিনার আসন্ন দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন পাওলো দিবালা। জানা যায়, ক্লাব এএস রোমার হয়ে অনুশীলনের সময় ডান পায়ে ব্যথা পান দিবালা। পরীক্ষা পর তার উরুর পেশিতে চোট ধরা পড়ে।
এতে অন্তত ১০ দিন দিবালাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে আসন্ন দুই প্রীতি ম্যাচে ৩০ বছর বয়সী এই ফুটবলারের খেলা হবে না। ম্যাচগুলো কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাওয়া আর্জেন্টিনার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।
রোমার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন দিবালা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলে ১৪ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন তিনি। তবে চোট ও ফিটনেস সমস্যায় আর্জেন্টিনার সবশেষ আট ম্যাচের একটিতেও খেলা হয়নি তার। উল্লেখ্য, আগামী ২৩ মার্চ এলসালভাদরের মুখোমুখি হবে তিনবারের বিশ্বজয়ীরা। এরপর ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি ছুটি: চাকরিজীবীদের সুখবর, মিলছে টানা তিন দিনের ছুটি
- শেয়ারবাজারে ঝড়: লাইসেন্স স্থগিত এক ব্রোকারেজ হাউজের, শঙ্কায় আরও একটি
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- বিনিয়োগকারীরা সাবধান: তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- আপনার মতামতেই চূড়ান্ত হবে শেয়ারবাজারের মার্জিন রুলস
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
- সরকারি ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, পাবেন টানা ৪ দিনের ছুটি
- বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার
- বিনিয়োগের নামে নতুন প্রতারণা, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ফিক্সিংয়ের কালো ছায়া: সাব্বিরকে ৫ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করলো আকু
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- এক নজরে জেনে নিন শেয়ারবাজারের আজকের আলোচিত সকল খবর
- বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে ৯ কোম্পানি শেয়ার
- প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশে ডিএসই: সরকারি কোম্পানিতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ