দেশে ফিরেই কটাক্ষের মুখে বিরাট কোহলি

লম্বা সময় পরে দেশে ফিরলেন বিরাট কোহলি। আর ফিরেই নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়ছেন এই তারকা। এক নেটিজেন বললেন, ‘অবশেষে আইপিএলে খেলার জন্য দেশে ফিরলেন বিরাট কোহলি। কিন্তু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নিরিখে অনেকটা দেরি করে ফেললেন। আমরা ওঁকে মিস করেছি।’ অপর এক নেটিজেন বলেন, 'অবশেষে বাদশা এলেন। এবার আইপিএলে রান করুন। টেস্ট সিরিজ তো আসতেই থাকবে।'
একইসুরে আরেক নেটিজেন বলেন, ‘দেশের জন্য খেলতে পারেননি। কিন্তু আইপিএল খেলতে চলে এলেন।’ তবে এই সব বিষয় নিয়ে কোহলি নিজে কোনও মন্তব্য করেননি। বরং বিমানবন্দরে ভালো মেজাজেই ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) তথা ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
বিমানবন্দরের বাইরে যে সাংবাদিকরা দাঁড়িয়েছিলেন, তাঁরা কেমন আছেন, তা জানতে চান বিরাট। প্রশ্ন করেন যে ‘কেমন আছেন সবাই? ভালো আছেন?’ তারপর সাংবাদিকদের আর্জি মেনে নিজের ব্যাগ রাখার পরে গাড়ির বাইরে দাঁড়িয়ে পোজ দেন। ছবি তোলার সুযোগ করে দেন। নিজের চিরাচরিত ভঙ্গিমায় ‘থাম্বস আপ’ দেখান। তারপর গাড়িতে বসে চলে যান বিরাট। যিনি শীঘ্রই আরসিবির শিবিরে যোগ দেবেন বলে সূত্রের খবর। আর তাঁকে ব্যাট হাতে মাঠে নামতে দেখার জন্য মুখিয়ে আছেন অসংখ্য ভক্ত।
এমনিতে গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনে বিরাট ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান অকায় জন্মগ্রহণ করেছে। তারপর থেকে প্রথমবার জনসমক্ষে এলেন বিরাট। ভারত-ইংল্যান্ডের পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজে খেলেননি। তবে আইপিএলে খেলবেন বলে সূত্রের খবর। যে আইপিএলের পরই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের দল থেকে বিরাটকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছে একটি মহল। যদিও অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন যে বিরাটকে বিশ্বকাপের দলেই রাখতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বিরাটকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না ভারত। বরং ভারতের প্রাক্তন ক্রিকেটার এস বদ্রীনাথ বলেন, 'ও (বিরাট) শারীরিক এবং মানসিকভাবে তাজা থাকবে। ঈশ্বরের আশীর্বাদে ও দ্বিতীয় সন্তানের বাবা হয়েছে। তাই মানসিকভাবে ও খুব ভালো জায়গায় থাকবে এবং সেটার সদ্ব্যবহার করতে চাইবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের আইপিএলটা ওর কাছে পরীক্ষা হতে চলেছে। ও নিজে খুব চাঙ্গা থাকবে এবং আগামী বছর মেগা নিলামের আগে আরসিবিকে অধরা আইপিএল জেতানোর জন্য ঝাঁপানো।'
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রিয়াল বনাম পিএসজি: ২৫ মিনিটেই বদলে গেল ম্যাচের চিত্র, কে গেল ফাইনালে?
- চেলসি বনাম ফ্লুমিনেন্সে: কবে, কখন, কোথায়, কিভাবে দেখবেন লাইভ
- ২০২৫ সালের এসএসসি ফলাফল: ৬ লাখ ৬৬০ জন ফেল করেছে