W,W,W,W,W, ৭ রানে ৫ উইকেট নিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন তানভীর

নির্ধারীত ৫০ ওভারের খেলা। সকালে শুরু হয়ে ম্যাচ শেষ হয়ে গেল দুপুরে। এর অন্যতম কারণ তানভীর ইসলামের দুর্দান্ত বোলিং। তার দুর্দান্ত বোলিংয়ে ৭১ রানে অল-আউট হয়ে যায় ব্রাদার্স। জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারেই জিতে যায় আবাহনী। ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে আবাহনী। লিগে টানা তাদের চার জয়। আবার অন্য দিকে ব্রাদার্স হেরেছে চার ম্যাচের চারটিতেই।
পয়েন্ট টেবিলে আগে শীর্ষে ছিল আবাহনী। আর তলানীতে ছিল ব্রাদার্স। পয়েন্ট তালিকায় দুই দলের পার্থক্যই অনূদিত হলো খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
ব্রাদার্স ৭১ রানে অলআউট হলেও প্রথম উইকেটটি নিতে সপ্তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টস জিতে ফিল্ডিং নেওয়া আবাহনীকে। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সপ্তম ওভারে প্রথম বল তুলে দেন তানভীরের হাতে। ওভারের পঞ্চম বলে উইকেট পেয়ে যান বাংলাদেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার। ব্রাদার্সের ওপেনার আব্বাস মুসা আলভী কাভারে ক্যাচ দেন মোসাদ্দেককে। দলটি রান তখন ৩৪, আলভীর ৬।
পরের ওভারে আরেক ওপেনার রহমতউল্লাহ আলীকে ফেরান আবাহনীর তরুণ পেসার আল ফাহাদ। এই ক্যাচটিও নিয়েছেন মোসাদ্দেক, এবার মিড অফে। ২৯ বলে ৩৫ রান করা রহমতউল্লাহ ফেরেন দলকে ৪২ রানে রেখে। এরপর আর মাত্র ২৯ রান যোগ করতেই ৭১ রানে অলআউট ব্রাদার্স। ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর গোপীবাগের ক্লাবটির এটিই সর্বনিম্ন ইনিংস। ব্রাদার্সের ২১.৩ ওভারের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান রাহাতুল ফেরদৌসের।
ব্রাদার্স ১৬তম ওভারেই হারায় ৩ উইকেট। ওভারে দ্বিতীয় বলে অমিত মজুমদারকে ফেরানোর পর শেষ দুই বলে আবির হোসেন ও মেরাজ মাহবুবের উইকেট নিয়ে ৮৮ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট পেয়ে যান তানভীর। ৫-৩-৩-৫, ওই ওভার শেষে তানভীরের বোলিং বিশ্লেষণ ছিল এমনই। পরে আরেকটি ওভার করে ৪ রান দেওয়াতেই একটু খারাপ হয়ে যায় বোলিং বিশ্লেষণটা, ৬-৩-৭-৫।
রান তাড়ায় আবাহনী তৃতীয় ওভারেই হারায় এবারের লিগে দলের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান সাব্বির হোসেনকে। প্রথম তিন ম্যাচে ১৮৪ রান করা ওপেনার আজ ফিরেছেন মাত্র ২ রানে। এরপর বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শেষে আবাহনীতে যোগ দেওয়া এনামুল হককে নিয়ে ২৮ রান যোগ করেন মোহাম্মদ নাঈম। ৩২ বলে ৩০ রান করা নাঈমের বিদায়ের পর এনামুলকে দশর্ক বানিয়ে বাকি কাজটা সারেন আফিফ হোসেন। ২০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আফিফ। এনামুল করেছেন ১৫ বলে ৭ রান।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে বিকেএসপিতে দিনের অন্য দুটি ম্যাচ শুরু হয়েছে মাত্রই। প্রাইম ব্যাংকের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ১১ ওভারে ২ উইকেটে ৩৭ ও সিটি ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ৮ ওভারে করেছে ২ উইকেটে ৩৬ রান।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রিয়াল বনাম পিএসজি: ২৫ মিনিটেই বদলে গেল ম্যাচের চিত্র, কে গেল ফাইনালে?
- চেলসি বনাম ফ্লুমিনেন্সে: কবে, কখন, কোথায়, কিভাবে দেখবেন লাইভ