রাজস্থানের বিপক্ষে অভিযোগ আনলো রিকি পন্টিং ও সৌরভ, আইপিএলে তোলপাড়

আইপিএলে কালকের দিনটা ভাল যায়নি দিল্লি ক্যাপিটালসের। রাজস্থান রয়্যলসের বিপক্ষে ১২ রানে হেরেছে তারা। তবে কালকে ম্যাচ চলাকালীন সময় মাথা গরম হয়ে যায় দিল্লির কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজস্থানের বিপক্ষে পাঁচ জন বিদেশি ক্রিকেটার খেলানোর অভিযোগও তুললেন তাঁরা।
দিল্লির বিপক্ষে নিজেদের প্রথম একাদশে মাত্র তিন জন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিল রাজস্থান। জস বাটলার, শিমরন হেটমায়ের এবং ট্রেন্ট বোল্ট ছিলেন প্রথম একাদশে। আরও দুই বিদেশি নান্দ্রে বার্গার এবং রভম্যান পাওয়েলকে পরিবর্ত পাঁচ জনের তালিকায় রাখা ছিল। আইপিএলের নিয়ম অনুযায়ী ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-সহ মোট চার জন বিদেশিকেই কোনও দল খেলাতে পারবে।
প্রথম একাদশে তিন জন বিদেশি থাকায় আরও এক জন বিদেশিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে খেলানোর সুযোগ ছিল রাজস্থানের কাছে। দিল্লির ব্যাটিংয়ের সময় পাওয়েল পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নামেন। হেটমেয়ারের পরিবর্তে নান্দ্রেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে মাঠে নামানো হয়। এর পরেই মাথা গরম করে ফেলেন পন্টিং এবং সৌরভ। আম্পায়ারের কাছে তাঁরা অভিযোগ তোলেন নিয়ম ভেঙে করে পাঁচ জন বিদেশি খেলাচ্ছে রাজস্থান।
ম্যাচ পরিচালনের দায়িত্বে থাকা আম্পায়ার তখন তাঁদের বুঝিয়ে বলেন যে, রাজস্থান কোনও রকম নিয়ম ভাঙেনি। প্রথম একাদশে তাদের তিন জন বিদেশি থাকায় নান্দ্রেকে অন্য বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে মাঠে নামানো হয়েছে। অন্য দিকে, পাওয়েল পরিবর্ত খেলোয়াড় হিসাবে শুধু ফিল্ডিং করছেন। অর্থাৎ ওই মুহূর্তে মাঠের মধ্যে রাজস্থানের মোট চার জন বিদেশিই উপস্থিত রয়েছেন। যা নিয়মের মধ্যেই পরে।
এ দিনের ম্যাচে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। তিনি মনে করেছিলেন পরে ব্যাট করার সুবিধা নেবেন। কারণ জয়পুরের মাঠে পরে বল করলে স্পিনারদের অসুবিধা হয় শিশিরের কারণে। কিন্তু বৃহস্পতিবার তেমনটা হল না। প্রথমে ব্যাট করে রাজস্থান ১৮৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় ১৭৩ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি ছুটি: চাকরিজীবীদের সুখবর, মিলছে টানা তিন দিনের ছুটি
- শেয়ারবাজারে ঝড়: লাইসেন্স স্থগিত এক ব্রোকারেজ হাউজের, শঙ্কায় আরও একটি
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- বিনিয়োগকারীরা সাবধান: তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- আপনার মতামতেই চূড়ান্ত হবে শেয়ারবাজারের মার্জিন রুলস
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
- সরকারি ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, পাবেন টানা ৪ দিনের ছুটি
- বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার
- বিনিয়োগের নামে নতুন প্রতারণা, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ফিক্সিংয়ের কালো ছায়া: সাব্বিরকে ৫ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করলো আকু
- এক নজরে জেনে নিন শেয়ারবাজারের আজকের আলোচিত সকল খবর
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে ৯ কোম্পানি শেয়ার
- ১০ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের মুখে হাসি