ম্যাচ হেরে কোহলি গাড়ে দায় চাপালেন ডু'প্লেসি

শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে বেঙ্গালুরু। প্রথম ব্যাট করে কলকাতার নাইট রাইডার্সকে ১৮২ রানের টার্গেট দেয় কোহলিরা। এই দিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলটির অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। তবে দলকে একাই টেনে নিয়ে যান কোহলি। নিজের ব্যর্থতার দায় ফ্যাফ ডু'প্লেসি তুলে দিয়েছেন পিচ ও কোহলির গাড়ে।
ম্যাচের শেষে হারের কারণ উল্লেখ করতে গিয়ে ডু'প্লেসি জানান যে, প্রথম ইনিংসে পিচে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। তবে কেকেআর যখন ব্যাট করে, তখন পিচে রান তোলা সহজ হয়ে দাঁড়ায়। প্রথম ইনিংসে বিরাট কোহলিও যে স্বচ্ছন্দে রান সংগ্রহ করতে পারেননি, এমন প্রসঙ্গও শোনা যায় আরসিবি দলনায়কের মুখে।
অর্থাৎ, কোহলির স্ট্রাইক-রেট নিয়ে যে আপ্লুত নন ডু'প্লেসি, সেই ইঙ্গিত মেলে তাঁর কথাতেই। ফ্যাফ বলেন, ‘প্রথম ইনিংসে পিচে দু’রকম গতি দেখা যাচ্ছিল। রান তোলা সহজ ছিল না। তবে রান তাড়ার সময় পিচে ব্যাট করা সহজ হয়ে দাঁড়ায়। তাছাড়া একটু শিশিরও ছিল। আপনারা দেখেছেন যে, প্রথম ইনিংসে বিরাটকেও একটু সমস্যায় দেখিয়েছে ঠিক মতো বল ব্যাটে না আসায়।'
ব্যর্থতার কারণ নিয়ে ডু'প্লেসি আরও বলেন, ‘হয়তো আরও কয়েকটা বিষয় চেষ্টা করা যেত। তবে ফিল সল্ট ও সুনীল নারিন যেভাবে ব্যাট করে, ওরাই ম্যাচটা বার করে নিয়ে যায়। ওরা দারুণ ব্যাট করে এবং প্রথম ৬ ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।’
ম্যাচে আরসিবি স্পিনারদের অভাব টের পায় কিনা, সেই প্রসঙ্গে ডু'প্লেসি বলেন, ‘আমরা (আগে) ম্যাক্সওয়েলকেও ব্যবহার করে দেখেছি। ফিঙ্গার স্পিনাররা এখানে কার্যকরী হতে পারে। তবে আজ স্পিনারদের জন্য পিচে বিশেষ কিছু ছিল না। তার উপর ওদের ডানহাতি-বাঁহাতি ব্যাটারের কম্বিনেশনে স্পিনারদের পক্ষে বল করা মুশকিল হয়ে দাঁড়াত। আপনারা দেখেছেন যেভাবে বেঙ্কটেশ মারছিল, দেখেই বোঝা যাচ্ছিল স্পিনারদের মারা কত সহজ হতো। এক্ষেত্রে আপনার এমন একজনকে দরকার যে, দু'দিকেই বল ঘোরাতে পারবে। তবে কম্বিনেশনের স্বার্থে এই ম্যাচে তেমন কোনও বিকল্প রাখা সম্ভব ছিল না।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল