রানের ফোয়ারা ছুটতেই আছে তামিমের ব্যাট থেকে

আজ ডিপিএলে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর শুরুতে ব্যাট করতে নেমে রুবেল হোসেনের দুর্দান্ত বোলিং তোপের সামনে পড়ে পারটেক্সের ব্যাটাররা। ভালো বোলিং করেন শেখ মেহেদীও। শেষ পর্যন্ত নয় উইকেটে ২০৮ রান করতে সমর্থ হয় পারটেক্স। জবাবে তামিম ইকবালের ৭৪ রানের পর মোহাম্মদ মিথুনের ফিফটিতে জয় পায় প্রাইম ব্যাংক।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পারটেক্সের। শুরুতেই ওপেনার জাহিদুজ্জামানকে শিকার করেন আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়া নাজমুল ইসলাম অপু। ভালো শুরু পেয়েছিলেন মুনিম শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মিজানুর রহমানকে নিয়ে গড়েন ৬০ রানের জুটি। তবে রানআউটে কাটা পড়ে বড় ইনিংস খেলা হয়নি মুনিমের। ৩৬ বলে চারটি চারে তিনি করেন ২৯ রান।
রানের খাতা খোলার আগেই শামসুল ইসলামকে ফেরান শেখ মেহেদী। বেশি বড় হয়নি অধিনায়ক মিজানুর রহমানের ইনিংস। রুবেল হোসেনের শিকার হওয়ার আগে ৪৪ বলে ছয়টি চার ও এক ছক্কার সাহায্যে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন তিনি।
এর বাইরে বড় ইনিংস খেলতে পারেননি কোন ব্যাটার। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পারটেক্স। অল্পতেই ফেরেন সুশান্ত দেবনাথ। তোফায়েল আহমেদকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান রুবেল। তার ব্যাট থেকে আসে ৪৯ বলে দুইটি চার ও এক ছক্কায় ২৪ রান। এরপর রুবেলের তৃতীয় শিকার হয়ে ফিরে যান তানভীর হায়দার। ৫৮ বলে তিনটি চার ও এক ছক্কায় তিনি করেন ৪০ রান। মুক্তার আলীকে ফেরান শেখ মেহেদী হাসান। এরপর আব্দুল গাফফার রনির ৪৩ বলে তিনটি চারের সাহায্যে করা অপরাজিত ২৪ রানে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় পারটেক্স। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০৮ রান করে তারা।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলেন তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন। দারুণ ফর্মে থাকা ইমনকে বেশি করতে দেননি আব্দুল গাফফার। ২৩ বলে ১৮ রান করেন তিনি। আবারও ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান। ১৭ বলে দুইটি চারের সাহায্যে ১৩ রান করে তানভীর হায়দারের শিকার হন তিনি। একটি ছয় হাঁকালেও অল্পতেই ফেরেন নাঈম ইসলাম। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ১০ রান। তবে একপ্রান্ত আগলে ছিলেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল।
বাকিদের আসা-যাওয়ার মাঝে তুলে নেন নিজের ফিফটি তুলে তামিম। ৬২ বলে ফিফটির দেখা পান এই বাঁহাতি ব্যাটার। তাকে ভালো সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ মিথুন। তানভীর হায়দারের করা ইনিংসের ৩৫তম ওভারে ১৫ রান তোলেন তারা দুইজন। মোহাম্মদ মিথুনকে নিয়ে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়ে তামিম দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের বন্দরে। তবে দলীয় ১৬২ রানে ব্যক্তিগত ৭৪ রানে আসাদুজ্জামান পায়েলের শিকার হন তিনি। তার ব্যাট থেকে ১০০ বলে পাঁচটি চারের সাহায্যে আসে ৭৪ রান।
এরপর বেশিক্ষণ টেকেননি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিথুনও। দলীয় ১৭৪ রানে রাকিবুলের শিকার হয়ে ফেরার আগে ৬৬ বলে চারটি চার ও দুইটি ছক্কায় ৫১ রান করেন তিনি। এরপর কিছুটা চাপে পড়ে প্রাইম ব্যাংক। দেখেশুনে খেলতে থাকেন শেখ মেহেদী হাসান ও অলক কাপালি। শেষ দিকে পারটেক্স ম্যাচ জমিয়ে তোলে। শেখ মেহেদী ছক্কা হাঁকালেও দলীয় ১৯৩ রানের মাথায় আউট হন। তিনি করেন ৩৫ বলে ১৪ রান। তবে আর বিপদ হতে দেননি অলক কাপালি ও আশিকুর জামান। কাপালি ১৫ রানে ও আশিকর অপরাজিত ছিলেন ১০ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন বিধিমালা ২০২৫ খসড়া প্রকাশ, বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা
- আলিফ ইন্ডাস্ট্রিজের বড় ঘোষণা, শেয়ারে হঠাৎ চাহিদার ঝড়
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: লস টাইমে গোল, শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৯ কোম্পানির শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা: বিমা খাত এখন ঝুঁকির মধ্যে
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- আজকের শেয়ারবাজার: বিক্রেতা সংকটে ৯ কোম্পানি হল্টেড
- বিনিয়োগকারীরা সাবধান: ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- আপনার মতামতেই চূড়ান্ত হবে শেয়ারবাজারের মার্জিন রুলস
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৫ কোম্পানির শেয়ার
- ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকালো পুলিশ-জনতা
- বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার