ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশাল দু:সংবাদ পেল লিটন ও শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ এপ্রিল ১০ ১৭:০১:৫৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশাল দু:সংবাদ পেল লিটন ও শান্ত

সদ্য শেষ হওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজটি ভুলে যেতে চায়বেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস। এই সিরিজে নতুন বলে ধারাবাহিক ব্যর্থ হওয়ার কারণে ওয়ানডে সিরিজের মাঝ পথে বাদ পড়েন। এরপর টেস্ট সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেন এই উইকেট কিপার ব্যাটার। তবে সুযোগ পেয়েও খুব যে ভাল করেছেন তা নয়। বরং অপ্রয়োজনে উইকেট বিলিয়ে দিয়ে দলের বিপদটাই বাড়িয়েছেন লিটন।

আবার এই সিরিজে ব্যর্থ ছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজে শতক হাঁকালেও টেস্ট সিরিজে পুরাই ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম টেস্টে ৩২৮ রানে রেকর্ড হারের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ১৯২ রানের ব্যবধানে।

যার ফলে র‍্যাংকিংয়ে অবনতি দেখেছেন শান্ত এবং লিটন। আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টেস্টে ৫ ধাপ নেমে গিয়েছেন লিটন দাস। ৬২৫ রেটিং পয়েন্ট নিয়ে লিটন এখন আছেন ২৯ নম্বরে। আর শান্ত নেমেছেন ৮ ধাপ। ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার অধিনায়ক আছেন ৬১তম স্থানে।

এদিকে দ্বিতীয় টেস্টে টাইগারদের হয়ে ফিফটি করে র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন জাকির হাসান। প্রথম ইনিংসে ৫৪ রান করা এই ব্যাটার তিন ধাপ এগিয়ে আছেন ৭৫তম অবস্থানে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ রান করা মিরাজ এগিয়েছেন ১১ ধাপ। উঠে এসেছেন ৮৮ নম্বর অবস্থানে। আর চার ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন মুমিনুল হক। এদিকে বোলারদের র‍্যাংকিংয়ে প্রবেশ করেছেন দ্বিতীয় টেস্টে অভিষিক্ত হাসান মাহমুদ। ছয় উইকেট নিয়ে ৯৫ তম অবস্থানে রয়েছেন এই ডানহাতি পেসার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ