তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেয়া ইস্যুতে অবিশ্বাস্য যুক্তি বিসিবির

ইনজুরির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। পুরো বিশ্বকাপ জুড়ে ভূগেছেন কাঁধের ইনজুরিতে। এরপর থাকেন বিশ্রামে। টেস্ট ফরমেট থেকেই তাসকিন দেয়া হয়েছে বিশ্রাম। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তবে তাসকিনের এই বিশ্রাম তাকে খেলা থেকে দুরে রাখতে পারেনি। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে আবাহনীর হয়ে খেলছেন তিনি। এই সময় ভারতে চলছে আইপিএল। যেখানে একাধিকবার খেলার সুযোগ পেয়েও বোর্ডের আপত্তি থাকায় যেতে পারেননি তাসকিন। বিশ্রামের ব্যাখ্যা দিতে গিয়ে তাই উঠে এলো আইপিএলের প্রসঙ্গটাও।
বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন তাসকিনকে বিশ্রাম দেওয়া জরুরি। গতকাল সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন আকরাম। এ সময় তিনি বলেন, ‘সে (তাসকিন) কিন্তু আমাদের অল ফরম্যাট প্লেয়ার। সে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলছে। আইপিএলে কিন্তু ৪০-৪৫ দিনের মধ্যে প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রচুর জার্নি করতে হয়। দেখা যায় রাত ১২টা পর্যন্ত খেলল, পরের দিন সকাল ৬টায় আবার প্লেন ধরতে হয়।'
'এটা একটা পর্যায়ে গিয়ে ফ্যাটিগ চলে আসে। তাসকিনের যেহেতু ইঞ্জুরি সমস্যা আছে মুস্তাফিজের চেয়ে বেশি, সেটা আমাদের জন্য কনসার্ন। (ডিপিএলে) ওয়ানডে কিন্তু, ওখানে কিন্তু বিশ্রাম পাচ্ছে। আইপিএল আর ঢাকা লিগ যদি চিন্তা করেন তাসকিনের জন্য যেহেতু তিন ফরম্যাটের প্লেয়ার ওকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ। এখানে ওয়ানডেতে ৩-৪ দিন বিশ্রাম পাচ্ছি যেটা কিন্তু ভারতে পাব না।’- যোগ করেন আকরাম।
ক্রিকেটারদের চোট নিয়ে আকরাম আরো বলেন, ‘ইঞ্জুরি প্রতি ক্ষেত্রেই খারাপ। কারণ আমাদের অপশন অন্য দেশের তুলনায় কম। অন্য দেশের যেমন অনেক প্লেয়ার থাকে তা আমাদের নেই। সৌম্য (সরকার) ভালো করা শুরু করে ইঞ্জুরিতে পড়ে গেল, তাইজুলও (ইসলাম) আছে (ইঞ্জুরিতে)। এটা নিয়ে গত ৫-৭ বছর ধরে আমরা কনসার্ন। এটা থেকে কিন্তু বেঁচে আমাদের থাকতে হবে। সব দলের জন্যই এটা সমস্যা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন বিধিমালা ২০২৫ খসড়া প্রকাশ, বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা
- আলিফ ইন্ডাস্ট্রিজের বড় ঘোষণা, শেয়ারে হঠাৎ চাহিদার ঝড়
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: লস টাইমে গোল, শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৯ কোম্পানির শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা: বিমা খাত এখন ঝুঁকির মধ্যে
- আজকের শেয়ারবাজার: বিক্রেতা সংকটে ৯ কোম্পানি হল্টেড
- বিনিয়োগকারীরা সাবধান: ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- বাংলাদেশ বনাম নেপাল: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকালো পুলিশ-জনতা
- দ্বিতীয় প্রান্তিকে ২৩ কোম্পানির মুনাফা হ্রাস
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি