ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মাশরাফির বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ মে ২০ ১৫:০২:২৬
মাশরাফির বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ

নড়াইল সদর উপজেলা নির্বাচনে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ-সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান।

এদিকে, চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী (দোয়াত-কলম) আইয়ুব আলী বেপারীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির বাসা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহারসহ একাধিক অভিযোগ করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

নড়াইল : এ বিষয়ে শনিবার চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচন অফিসার ও নড়াইল সদর থানার ওসির কাছে অভিযোগের অনুলিপি দিয়েছেন তিনি।

তিনি অভিযোগে উল্লেখ করেন, মাশরাফি বিন মুর্তজা নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। যা উপজেলা নির্বাচন আচারণবিধির প্রকাশ্য লঙ্ঘন। এ বিষয়ে মাশরাফি বিন মুর্তজার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

চাঁদপুর : চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবির সোমবার চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডা. দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন মন্ত্রীর এপিএস হিসাবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরু করে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি।

হুমায়ুন কবির বলেন, চাঁদপুর পৌরসভার মেয়র দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর পক্ষে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনি প্রচারণায় প্রকাশ্যে কাজ করছেন। এসব বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ