বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন সাইফউদ্দিন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যাটার পারফরমেন্স যাচ্ছেতাই। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সিরিজেই টপ অর্ডার ব্যাটাররা রান পাচ্ছে না। যা ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। বিশেষ করে লিটন দাস, সৌম্য সরকার ও অধিনায়ক শান্ত ভোগাচ্ছে বাংলাদেশকে।
তবে বিশ্বকাপ দল চূড়ান্ত হয়ে যাওয়াতে তাদের কাউকে বাদ দেয়ার আর কোনো সুযোগ নাই বিসিবির হাতে। বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। তবে দলের সাথে নাই কোনো ব্যাক আফ টপ অর্ডার ব্যাটার। বিশ্বকাপে টপ অর্ডারের কেউ চোটে পড়লে ডাকা হতে পারে এনামুল হক বিজয়কে। আর উইকেটরক্ষক হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহানও। এ ছাড়া সাদা ও লাল বলের দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয়েছে এইচপির স্কোয়াড।
আজ ছিল বিশ্বকাপ স্কোয়াডে কোনো প্রকার আলোচনা ছাড়াই পরিবর্তনের শেষ দিন। তাই তো গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।
প্রধান নির্বাচকও গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন দশ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে পারফরম্যান্স যেমনই হোক, স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না।
শনিবার (২৫ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক লিপু আরও বলেন, বাংলাদেশের বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আসছে না। নির্বাচিত দলের ওপর আস্থা আছে। কোচ, ক্যাপ্টেন সবার সঙ্গে কথা বলে এই স্কোয়াডই বহাল রেখেছি।
এই দল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে বলেছেন, 'লাল বল ও সাদা বলের জন্য কিছু ক্রিকেটারকে বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের ওরা বিশ্বকাপের স্ট্যান্ডবাই। উপরের দিকে বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয়। সোহানকে রাখা হয়েছে যদি জাকেরের সমস্যা হয়।'
বিবেচনায় রাখা হয়েছিল মোহাম্মদ সাইফউদ্দিনকেও। এই অলরাউন্ডার শেষ মুহূর্তে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১০ জুন পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি। এর বাইরে পারভেজ হোসেন ইমন ও নাসুম আহমেদকেও তৈরি রাখা হয়েছে। এইচপি দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজও।
প্রধান নির্বাচক যোগ করেছেন, 'সাইফউদ্দিনকেও রাখা হয়েছিল। খালেদ আছে, সাইফউদ্দিন ১০ তারিখের পর আসবে। ইমন আছে। নাসুম আছে, মিরাজ আছে। নাসুমের কাছ থেকেও চিঠি পেয়েছি ঢাকায় ৪-৫ দিন করতে পারবেন না। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। মেডিকেল টিম মনে করলে সামনের মাসের শুরুতেই সিলেটের সেশনে জয়েন করবেন।'
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: সরাসরি ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- দুই পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন