ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

গোল, গোল, গোল, শেষ হলো আর্জেন্টিনা ও মরক্কোর মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুলাই ২৫ ০০:৪৩:০৯
গোল, গোল, গোল, শেষ হলো আর্জেন্টিনা ও মরক্কোর মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিকসের পর্দা ওঠার একদিন আগেই শুরু হয়ে গেল ফুটবল পর্ব। যেখানে মরক্কোর বিপক্ষে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ড্রয়ের স্বস্তিতে পথচলা শুরু করল আর্জেন্টিনা।

অলিম্পকের ১৮তম আসরে বুধবার নিজেদের প্রথম ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়ে স্মরণীয় এক জয়ের স্বপ্ন দেখছিল মরক্কো। কিন্তু, এরপর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে হার এড়ায় হাভিয়ের মাসচেরানোর দল। ‘বি’ গ্রুপের ম্যাচটি শেষ হয় হয় ২-২ ড্রয়ে।

অলিম্পিকের ফুটবলে অংশ নিয়ে থাকে অনূর্ধ্ব-২৩ দল। তবে তিনজন খেলতে পারেন বেশি বয়সী। আর্জেন্টিনা দলের এই তিনজন হলেন হুলিয়ান আলভারেস, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুলি।

কদিন আগেই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার উচ্ছ্বাস-উন্মাদনায় মাতে আর্জেন্টাইন ফুটবল। কোপার রেশ রয়ে যায় এখানেও, যদিও আর্জেন্টিনার জন্য তা ঠিক সুখকর হয়নি।

টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়ের পর এনসো ফের্নান্দেস সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে আর্জেন্টিনা দলের কয়েকজনকে ‘ফ্রান্সের খেলোয়াড়রা আফ্রিকান বংশোদ্ভূত’ এমন একটি গান গাইতে শোনা যায়। আর সেটাকে ‘বর্ণবাদ ও বৈষম্যমূলক’ আচরণ হিসেবে অভিহিত করে ফ্রান্সের ফুটবল ফেডারেশন।

চেলসির মিডফিল্ডার ফের্নান্দেস আছেন অলিম্পিক দলেও। মূলত তার ওই ভিডিও বার্তার জের ধরেই ফ্রান্সের পূর্বাঞ্চলের শহর সাঁত এতিয়েন অনুষ্ঠিত ম্যাচের শুরুতে দর্শকদের দুয়োর মুখে পড়ে ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিকে সোনাজয়ীরা।

মাঠের ফুটবলে আলো ছড়াতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে সুফিয়ান রাহিমির গোলে পিছিয়ে পড়ে তারা দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

৬৮তম মিনিটে গিলিয়ানো সিমেওনের ব্যবধান কমানো গোলে ঘুরে দাঁড়ানোর পথ পায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয় গোলের দেখা আর মিলছিল না। তাদের দুটি প্রচেষ্টা ক্রসবারেও লাগে। অবশেষে যোগ করা সময়ের ষোড়শ মিনিটে ক্রিস্তিয়ান মেদিনার গোলে মূল্যবান একটি পয়েন্ট পায় আর্জেন্টিনা।

এদিন মাঠে নামে ১০ দিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেনও। ‘সি’ গ্রুপের ম্যাচে তারা ২-১ গোলে হারায় উজবেকিস্তানকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ