তাসকিন ও নাহিদ রানা ১.৫কোটি রুপি, যে দলে ২কোটি রুপিতে সাকিব, দেখেনিন মুস্তাফিজের অবস্থান

আর মাত্র ১২ দিন পর শুরু হবে আইপিএলের মেগা নিলাম। এই নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন ১৩ জন ক্রিকেটার। সাকিব-মুস্তাফিজের পাশাপাশি আইপিএল নিলামে বাংলাদেশের যাঁরা নাম লিখিয়েছেন তাঁরা হলেন- তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, শহিদুল ইসলাম ও শেখ মেহেদি হাসান।
তবে এদের মধ্যে আইপিএল খেলা অভিজ্ঞতা আছে শুধু সাকিব, মুস্তাফিজ ও লিটন দাসের। শুধু মাত্র একবার আইপিএল খেলা সুযোগ পান লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে গত আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০২৪ আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে দল পান মুস্তাফিজুর রহমান। পুরো আইপিএলে খেলার সুযোগ পাননি তিনি বাংলাদেশের খেলা থাকায়। তবে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন তিনি। এবারও মুস্তাফিজকে দলে নিতে মরিয়া চেন্নাই সুপার কিংস।
এবারের আইপিএল নিলাম থেকে দল পেতে পারেন এমন ক্রিকেটারদের তালিকায় এগিয়ে আছেন তাসকিন, মুস্তাফিজ, সাকিব ও শরিফুল ইসলাম। এই দিকে বলে দারুন গতি থাকার কারণে দল পাওয়ার সম্ভবনা আছে নাহিদ রানার। তাছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন বল করা তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনও পেতে পারেন দল।
চলুন দেখে নেয়া যাক কে কত টাকায় দল পেতে পারেন:
ভারতীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী ভিত্তি মুল্য কম থাকায় সাকিব দলে ভেড়াতে চায়ছে আইপিএলের চারটি দল। কেননা সাকিবকে দলে ভেড়ালে যেমন টাকা কম খরচ হবে আবার ভালো মানের এক জন অলরাউন্ডার পাবে তারা। তাছাড়া সাকিবের অভিজ্ঞতা অনেক বেশি। সাকিবে দলে ভেড়াতে দল গুলো ২-৩কোটি রপি পর্যন্ত খরচ করতে রাজি আছে।
মুস্তাফিজকে রিটেইন করেনি চেন্নাই সুপার কিংস। কিন্তু তাকে নিলাম থেকে দলে নিতে না পারলে আরটিএম কার্ড ব্যবহার করে দলে ভেড়াবে চেন্নাই সুপার কিংস। তাকে দলে নিতে আইপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলে মুস্তাফিজের জন্য ৪-৫ কোটি টাকা খরচ করতে রাজি আছে দল গুলো।
তাছাড়া এবারের আইপিএলে ভিত্তি মুল্যে দল পেতে পারেন তাসকিন ও শরিফুল। তাদের এর আগের আইপিএলে দলে ভেড়াতে চেয়েছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বিসিবি কড়াকড়ির কারণে খেলতে পারেননি তারা। তবে এবারের বিষয়টা ভিন্ন। শরিফুরে সর্বোচ্চ মুল্য হতে ১কোটি রুপি। আর তাসকিন পেতে পারেন ১-১.৫কোটি রুপি।
তবে এবারের আইপিএলে সবচেয়ে বড় চমক হতে পারেন নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। ইতিমধ্যে বিগ ব্যাসে দল পেয়েছে রিশাদ হোসেন। আর নাহিদ রানার গতি তাকে দল পেতে সাহায্য করতে পারে। এই তিন জন দল পেতে ১-১.৫কোটি রুপিতে।
বাকি যারা তাওহীদ হৃদয়, লিটন দাস, শহিদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এদের দল পাওয়ার সম্ভাবনা খুবই কম।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব