লা লিগা:
শীর্ষে বার্সেলোনা, দেখেনিন রিয়াল মাদ্রিদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: লা লিগার শীর্ষস্থান ফিরে পেতে বার্সেলোনার দরকার ছিল জয়ের, আর সেই লক্ষ্য পূরণ করল এক কষ্টার্জিত লড়াইয়ে। রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলের জন্য একের পর এক আক্রমণ শানিয়েও সফল হতে পারেননি লামিন ইয়ামাল, রাফিনিয়া কিংবা দানি ওলমো। তবে অভিজ্ঞ রবার্ট লেভানডফস্কি ঠিকই দায়িত্ব নিলেন। ২৮তম মিনিটে স্পট-কিক থেকে গোল করে দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। এই জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদ-এর সমান ৫১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে এলো কাতালানরা।
এই সপ্তাহটা ছিল বার্সেলোনার জন্য বড় এক সুযোগ। রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে পয়েন্ট হারানোয় ফ্লিকের শিষ্যদের সামনে শীর্ষে ওঠার দরজা খুলে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৪ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্র নিয়ে বার্সা পয়েন্ট তালিকার এক নম্বরে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রিয়াল।
খেলার শুরু থেকেই রায়ো ভায়োকানোর রক্ষণভাগে প্রবল চাপ সৃষ্টি করে বার্সেলোনা। চতুর্থ মিনিটেই আসে প্রথম সুযোগ—রাফিনিয়ার নিখুঁত ক্রসে হেড করতে গিয়েও ব্যর্থ হন লেভানডফস্কি। এরপর ২০ মিনিটের মধ্যে দুইবার সহজ সুযোগ হাতছাড়া করেন রাফিনিয়া। একবার তার শট লক্ষ্যে থাকেনি, আরেকবার গোলরক্ষক আগুস্তো দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন।
অবশেষে ২৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। কর্নার থেকে পাওয়া এক সংঘর্ষের পর রায়ো ভায়োকানোর ডিফেন্ডারদের অমনোযোগিতায় বক্সের ভেতর ফাউলের শিকার হন ইনিগো মার্তিনেজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই স্পট-কিক নিতে এগিয়ে আসেন লেভানডফস্কি। তার শট পোস্টে লেগে জালে প্রবেশ করতেই উচ্ছ্বাসে মাতে বার্সা শিবির।
প্রথমার্ধের শেষদিকে নাটকীয় এক মুহূর্ত তৈরি হয়। রায়ো ভায়োকানোর হোর্হে দে ফ্রুতোস বার্সেলোনার জালে বল পাঠান, তবে ভিএআরের সাহায্যে দেখা যায়, এনতেকা অফসাইডে ছিলেন এবং তিনি ইনিগো মার্তিনেজকে বাধা দিয়েছেন। ফলে গোল বাতিল হয়।
বার্সেলোনার গোলরক্ষক ওলশেক সেজনিও দারুণ দক্ষতার পরিচয় দেন। ৩৭তম মিনিটে তিনি এনতেকার নিচু শট ফিরিয়ে দেওয়ার পর রিবাউন্ড থেকে আলভারো গার্সিয়ার প্রচেষ্টাও রুখে দেন। অন্যদিকে, ভায়োকানোর গোলরক্ষক আগুস্তোও ছিলেন দুর্দান্ত, বিশেষ করে লামিন ইয়ামালের একাধিক প্রচেষ্টা ঠেকিয়ে দিয়ে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য বার্সেলোনা বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ৫৩তম মিনিটে লেভানডফস্কির শট লক্ষ্যের বাইরে চলে যায়। ৭২তম মিনিটে রাফিনিয়ার চিপ শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কাতালানদের। যদিও পারফরম্যান্সে আরও ধারালো হওয়ার জায়গা ছিল, তবে শীর্ষে ফেরাটা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।
এই জয় বার্সেলোনার লা লিগা অভিযানে নতুন উদ্যম যোগ করেছে। যদিও রিয়াল মাদ্রিদ এখনও সমান পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে, তবে বার্সা এই ধারা বজায় রাখতে পারলে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন জিইয়ে রাখতে পারবে। এখন দেখার বিষয়, বাকি ম্যাচগুলোতে তারা কতটা ধারাবাহিকতা ধরে রাখতে পারে।
আয়েশা/
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- বাংলাদেশের ব্যাংকিং খাত: শেয়ারবাজারে ঘুরে দাঁড়াচ্ছে ৬ সংকটাপন্ন ব্যাংক