চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেবারিট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দল যখনই কোনো বড় টুর্নামেন্টে যায়, প্রত্যাশার ঢেউ তখন তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য একটাই—শিরোপা জেতা! তবে ক্রিকেট বিশ্লেষকরা কি আদৌ বাংলাদেশকে ফেবারিটের তালিকায় রাখছেন? উত্তরটা নেতিবাচক। রিকি পন্টিং তো সোজাসাপ্টা বলেই দিলেন, আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের সুযোগ কম!
কিন্তু বাংলাদেশ দল কি আদৌ ফেবারিট নয়? পরিসংখ্যান বলছে, গত এক দশকে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। যদিও সাম্প্রতিক সময়ে সিরিজ জয়ের ধারা কিছুটা ব্যাহত হয়েছে, তবে নিজেদের দিনে বাংলাদেশ যে যেকোনো দলকে হারাতে পারে, তা বহুবার প্রমাণিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার সেই সত্যকে আরও একবার প্রতিষ্ঠা করতে চায় শান্তর দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, আত্মবিশ্বাসে ভরপুর তাদের শিবির। ‘আমরা যদি ওয়ানডে ক্রিকেটে আমাদের পারফরম্যান্স দেখি, তাহলে দলটা দারুণ ব্যালান্সড। আমাদের পূর্ণ বিশ্বাস, এই টুর্নামেন্টে যেকোনো দলকে হারানো সম্ভব। প্রত্যেকটি দলই শিরোপার জন্য লড়বে, আমরাও সেই দৌড়ে আছি,’ বলেন শান্ত।
ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানো যে সহজ কাজ নয়, তা ভালোই জানে বাংলাদেশ। তবে শান্তর কাছে প্রতিপক্ষ নয়, গুরুত্বপূর্ণ নিজেদের খেলা, ‘আমি প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি না। আমাদের নিজেদের পরিকল্পনা যদি ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, তাহলে যেকোনো ম্যাচেই জয়ের সম্ভাবনা থাকে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের ‘শাহিনস’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হেরে গেছে বাংলাদেশ। তবে সেটি নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না অধিনায়ক, ‘অনুশীলন ম্যাচের ফল নিয়ে বেশি ভাবার কিছু নেই। আমরা সেখানে সবাইকে সুযোগ দিয়েছি, মূল ম্যাচের আগে কিছু কৌশল পরীক্ষা করেছি। তাই সেটি আমাদের খেলায় প্রভাব ফেলবে না।’
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এক আলাদা উত্তেজনা, অন্য রকম প্রতিদ্বন্দ্বিতা। তবে আবেগের পরিবর্তে বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছেন শান্ত, ‘ভারতের বিপক্ষে ম্যাচে রোমাঞ্চ তো থাকবেই। তবে আমরা সেসব না ভেবে নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর দিকেই মনোযোগ দিচ্ছি। মাঠে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই ভালো করতে হবে।’
বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি হতে পারে টপ অর্ডারের পারফরম্যান্স। শান্তও সেই বার্তাই দিলেন, ‘ওয়ানডে ক্রিকেটে লম্বা ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। টপ অর্ডারের ব্যাটারদের সেট হয়ে বড় ইনিংস খেলতে হবে। ভালো শুরু করতে পারলে বড় স্কোর করা সম্ভব। উইকেট দেখে ব্যাটিং অর্ডার চূড়ান্ত করব, তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং আত্মবিশ্বাসী।’
অধিনায়ক শান্তর কণ্ঠে আত্মবিশ্বাসের ঝলক থাকলেও বাস্তবতা বলছে, বাংলাদেশকে এখনও আইসিসির বড় মঞ্চে চূড়ান্ত ফেবারিট ভাবা কঠিন। কোনো নকআউট ম্যাচ জয়ের অভিজ্ঞতা নেই, সাম্প্রতিক সিরিজগুলোতেও খুব একটা ভালো করেনি দল। তবে ওয়ানডেতে দীর্ঘদিন ধরে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে টাইগাররা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই বোঝা যাবে, বাংলাদেশ সত্যিই ফেবারিট কি না—নাকি এটি শুধুই আত্মবিশ্বাসের বুদবুদ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ HSC Result 2025 প্রকাশ: এক নজরে জানুন ঘরে বসেই যেভাবে দেখবেন ফল
- আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- HSC Result 2025 প্রকাশ: অনলাইন ও SMS এ দ্রুত এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- এইচএসসি ফল ২০২৫: কারিগরি বোর্ডসহ সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট দেখুন এখানে
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো ম্যাচ: প্রথম গোল, সরাসরি দেখুন এখানে (Live)
- এইচএসসি ফল ২০২৫ প্রকাশ পেল: এক মিনিটেই ফলাফল দেখুন এখানে!
- HSC Result 2025: এইচএসসি ফল ২০২৫ প্রকাশ কাল, মোবাইল দিয়ে যেভাবে দেখবেন