
MD. Razib Ali
Senior Reporter
নেশন্স লিগ: শেষ হলো জার্মানি বনাম ইতালির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছে জার্মানি। সান্দ্রো টোনালির গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে ৩৮ বছর পর ইতালির মাটিতে জয় পেল জার্মানি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইতালি
নিজেদের মাঠে ইতালি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১৭তম মিনিটে মাত্তেও পোলিতানোর ক্রস জার্মান ডিফেন্ডার জনাথান টাহ ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল চলে যায় সান্দ্রো টোনালির সামনে। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার নিখুঁত শটে জাল কাঁপিয়ে ইতালিকে এগিয়ে দেন।
জার্মানির দুর্দান্ত প্রত্যাবর্তন
প্রথমার্ধে লিয়ন গোরেটজকা দুইবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। তবে বিরতির পর মাঠে নেমেই জার্মানির আক্রমণ আরও তীব্র হয়। ৫২তম মিনিটে বদলি হিসেবে নামা টিম ক্লাইনডিন্স্ট জোশুয়া কিমিচের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান।
এরপরও ইতালি একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। ময়েজ কিন জোরালো শটে বল ক্রসবারের ওপর দিয়ে মারেন, আর ওলিভার বাউমান অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন জিয়াকোমো রাসপাদোরির শট।
গোরেটজকার হেডে জয় নিশ্চিত
৭৬তম মিনিটে কিমিচের আরেকটি নিখুঁত ক্রসে হেড করে বল জালে পাঠান লিয়ন গোরেটজকা। শেষ মুহূর্তে টিম ক্লাইনডিন্স্ট আত্মঘাতী গোলের শঙ্কা তৈরি করলেও গোলরক্ষক বাউমান তা রুখে দেন।
ইতালির হতাশা, ইনজুরির শঙ্কা
ইতালির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি ম্যাচের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন। তার দল একাধিক সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। এছাড়া আর্সেনালের ডিফেন্ডার রিকার্দো কালাফিওরির বাঁ হাঁটুর ইনজুরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পরবর্তী লড়াই: ডর্টমুন্ডে দ্বিতীয় লেগ
আগামী রবিবার ডর্টমুন্ডে হবে দ্বিতীয় লেগ (রাত ১:৪৫ বাংলাদেশ সময়)। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ডেনমার্ক বা পর্তুগালের বিপক্ষে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রিয়াল বনাম পিএসজি: ২৫ মিনিটেই বদলে গেল ম্যাচের চিত্র, কে গেল ফাইনালে?
- চেলসি বনাম ফ্লুমিনেন্সে: কবে, কখন, কোথায়, কিভাবে দেখবেন লাইভ
- পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল: কখন, কোথায়, কীভাবে দেখবেন লাইভ