পরিসংখ্যান: বাজারমূল্যে ভারত না বাংলাদেশ কোন দল এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল মাঠে লড়াই শুধু দক্ষতা আর কৌশলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে জড়িয়ে থাকে অভিজ্ঞতা, তারুণ্য এবং অর্থের মাপকাঠিও। তাই আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ ও ভারতের মুখোমুখি লড়াই নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ট্রান্সফার মার্কেটে দুই দলের খেলোয়াড়দের বাজারমূল্যের তুলনাও।
র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে, বাজারমূল্যে বাংলাদেশ!
ফিফা র্যাঙ্কিংয়ের হিসেবে ভারত ১২৬তম, আর বাংলাদেশ ১৮৫তম। অর্থাৎ ৫০ ধাপেরও বেশি এগিয়ে ভারতীয় ফুটবল দল। তবে খেলোয়াড়দের বাজারমূল্যের হিসেবে চিত্রটা একদম ভিন্ন!
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেররা স্কোয়াডে রেখেছেন ২৪ জন খেলোয়াড়, আর ভারতীয় কোচ মানোলো মার্কেজ দলে রেখেছেন ২৫ জন। ট্রান্সফার মার্কেটের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের দলটির মোট মূল্য ৮৬ লাখ ২৫ হাজার মার্কিন ডলার, যেখানে ভারতের দলের মূল্য ৬০ লাখ ৭০ হাজার ডলার।
হামজা চৌধুরীর কারণে বাজিমাত বাংলাদেশ
বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীই পার্থক্য গড়ে দিয়েছেন। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই তারকার বাজারমূল্য ৪৯ লাখ মার্কিন ডলার, যা ভারতের পুরো দলের প্রায় ৮০%। তার বাইরে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার ঈসা ফয়সাল, যাদের প্রত্যেকের মূল্য আড়াই লাখ ডলার।
অন্যদিকে, ভারতের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন মোহনবাগানের মিডফিল্ডার অপুইয়া, যার মূল্য ৩ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ মূল্য শুভাশীষ বোসের, যার মূল্য সাড়ে তিন লাখ ডলার। ভারতীয় দলে প্রত্যেক খেলোয়াড়ের বাজারমূল্য প্রায় একই পর্যায়ে থাকলেও, বাংলাদেশের দলে হামজা চৌধুরীর উপস্থিতি বাজিমাত করে দিয়েছে!
অভিজ্ঞতায় সুনীল ছেত্রী বনাম জামাল ভূঁইয়া
আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতায় ভারতের সবচেয়ে বড় নাম সুনীল ছেত্রী। জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ১৫২টি ম্যাচ খেলে ৯৫টি গোল করেছেন এই কিংবদন্তি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি চতুর্থ, শুধু রোনালদো, মেসি ও আলী দাইয়ির পরেই অবস্থান করছেন।
বাংলাদেশ দলের অভিজ্ঞতার ভরসা অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০১৩ সাল থেকে জাতীয় দলে খেলা এই মিডফিল্ডার এখন পর্যন্ত ৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া মিডফিল্ডার সোহেল রানা ৭১টি, তপু বর্মণ ও রাকিব হোসেন ৪২টি করে ম্যাচ খেলেছেন।
কে আসলে এগিয়ে?
সংখ্যা বলছে, র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে, কিন্তু বাজারমূল্যে বাংলাদেশ এগিয়ে। তবে ফুটবল তো সংখ্যার খেলা নয়, আসল যুদ্ধ হয় মাঠে! তাই আগামী মঙ্গলবারের ম্যাচে দেখা যাবে, পারফরম্যান্সের মঞ্চে কে আসলেই এগিয়ে থাকে!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- চলছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: যেভাবে আবেদন করবেন জানুন এক নজরে!
- আজ শুরু এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: মোবাইল দিয়ে আবেদন করবেন যেভাবে
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন (Live)
- এইচএসসি ফল ২০২৫: শতভাগ পাস ৩৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে, ফেল ২০২ প্রতিষ্ঠানে