
MD. Razib Ali
Senior Reporter
তারেক রহমানকে খোলা চিঠি: বিএনপি নেতাদের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রিসিলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বিস্ফোরক এক খোলা চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট প্রিসিলা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার পোস্ট করা দীর্ঘ এই চিঠিতে তিনি প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ‘নেতৃত্বহীনতা’, ‘সাংগঠনিক দুর্বলতা’ ও ‘দলীয় ভেতরের বিশৃঙ্খলা’ নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি।
‘আজই যদি ঘোষণা দিতেন ড. ইউনুস হবেন রাষ্ট্রপতি…’
চিঠির শুরুতেই প্রিসিলা রহমান লেখেন,
“স্যার, যদি আপনি আজই ঘোষণা দিতেন যে যতদিন ড. ইউনুস বেঁচে ও সুস্থ থাকবেন, ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি—তাহলে কি হতে পারতো? আপনি কি কল্পনা করতে পারেন? এই ঘোষণার পরেই পঙ্গু হয়ে যেত রাজনৈতিক প্রতিপক্ষ, থেমে যেত সব সমালোচনা, নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ।”
বিএনপি নেতাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন
চিঠিতে বিএনপি নেতাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন প্রিসিলা। তিনি লেখেন:
“আপনার দলে এমন কে আছেন যার কথা বিশ্বের যেকোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন? যার আন্তর্জাতিক সম্মান আছে? যাকে ড. ইউনুসের মতো অর্থ দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয়?”
এখানেই থেমে না থেকে তিনি আশিক চৌধুরীকে অর্থনীতি, বিনিয়োগ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করারও আহ্বান জানান।
‘নেতা যত বড়, তত বড় বেয়াদব ও নির্লজ্জ’
প্রিসিলা রহমান বিএনপি নেতাদের আচরণ নিয়ে কড়া ভাষায় বলেন:
“আপনার দলে যত বড় নেতা, তত বড় বেয়াদব ও নির্লজ্জ। যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে, তাকে আপনার দলের পিয়ন বা দারোয়ানের ছেলে হুমকি দেয়!”
তিনি দাবি করেন, বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের কথা শোনেন না, কর্মীরা নিয়ন্ত্রণে নেই এবং সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তাও দিনদিন কমছে।
‘৮০% মানুষ হাহা রিঅ্যাক্ট দেয়, এটা কি কিছু বোঝায় না?’
“আপনার দলের জনপ্রিয় নেতাদের নির্বাচনী দাবির পোস্টে ৮০ শতাংশ মানুষ হাসির রিঅ্যাক্ট দেয়। এটা কি কোনো ইঙ্গিত দেয় না?”—চিঠিতে প্রশ্ন রাখেন প্রিসিলা।
তিনি আরও লিখেন,
“বর্তমান ভোটার আর ২০ বছর আগের ভোটার এক নয়। সেটি বোঝার চেষ্টা করুন। না হলে সব কিছুর নিয়ন্ত্রণে থেকেও আপনাকে পালিয়ে বেড়াতে হবে।”
‘যদি বাধা থাকে, লাইভে এসে জনগণকে বলুন’
চিঠির একেবারে শেষাংশে এসে তিনি তারেক রহমানকে বলেন:
“বয়স্ক নেতাদের যথাযথ সম্মান দিয়ে অবসর দিন। তরুণ ও মেধাবীদের সামনে আনার ব্যবস্থা করুন। আপনি নিজে হাল ধরুন, কঠোর হোন। যদি কোনো বাধা থাকে, সরাসরি লাইভে এসে জনগণকে বলুন। মানুষ বিএনপিকে ভালোবাসে—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আপনার কারণে। তাই ভয় পাবেন না।”
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা