ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বদলে গেল আইপিএলের ভেন্যু: প্রস্তুত ৩টি নতুন সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১২ ২১:৩৭:৩৪
বদলে গেল আইপিএলের ভেন্যু: প্রস্তুত ৩টি নতুন সূচি

নিজস্ব প্রতিবেদক: পাক-ভারত সীমান্তে সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত থাকা আইপিএল আবারও মাঠে গড়াতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই তিনটি নতুন সম্ভাব্য সূচি প্রস্তুত করেছে। এসব সূচির মধ্য থেকে একটি চূড়ান্ত করে সোমবার (১২ মে) রাতেই ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম 'ক্রিকবাজ'।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিগপর্ব এবং প্লে-অফ মিলিয়ে এখনো বাকি রয়েছে ১৬টি ম্যাচ। এই ম্যাচগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনটি বিকল্প সূচি তৈরি করেছে বিসিসিআই। আজ (১২ মে) বিকেলে আইপিএল গভর্নিং কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনটি সূচির একটি অনুযায়ী, আইপিএল চলবে আগের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। তবে এই ফরম্যাটেও কিছু পরিবর্তন এসেছে। ধর্মশালা ভেন্যুটিকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।

অন্য দুটি সূচিতে আরও সংক্ষিপ্ত আকারে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব রয়েছে। এসব সূচিতে ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে এবং প্রস্তাব দেওয়া হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের তিনটি শহরে—হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইতে—বাকি আইপিএল আয়োজনের।

যদিও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বিসিসিআই এমন পরিকল্পনায় এগোচ্ছে বলে পূর্বে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, “আমরা সব স্টেকহোল্ডারকে খেলা পুনরায় শুরু হওয়া সম্পর্কে অবহিত করেছি। প্রতিটি দল তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ফিরিয়ে আনছে। একানা স্টেডিয়ামে (লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ভেন্যু) প্রস্তুতি শুরু হয়ে গেছে। ১৩ মে’র মধ্যে সব ক্রিকেটারদের একত্রিত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

সূত্র আরও জানায়, রবিবার (১১ মে) রাতেই নতুন সূচি দলগুলোর কাছে পাঠানো হয়েছে। প্রতিটি দলকে নিজ নিজ শহরে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো নিশ্চিত নয় যে সব বিদেশি খেলোয়াড় তাদের দলে যোগ দেবেন কিনা। তাই বিসিসিআইয়ের মূল লক্ষ্য এখন লিগপর্বের সব ম্যাচ শেষ করা—প্রয়োজনে বিদেশি ক্রিকেটারদের ছাড়াও।

এর আগে জানা গিয়েছিল, এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ১৬ মে থেকে আইপিএল আবার শুরু হতে পারে। তবে ফাইনাল ম্যাচের তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, টুর্নামেন্টের বাকি অংশের জন্য তিনটি ভেন্যু বাছাই করেছে বিসিসিআই। পূর্ব ঘোষণা অনুযায়ী ফাইনাল হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে আইপিএল পিছিয়ে যাওয়ায় এবং সেসময় বৃষ্টির পূর্বাভাস থাকায় ভেন্যু পরিবর্তনের চিন্তাভাবনাও চলছে।

সবমিলিয়ে ফের আইপিএল মাঠে গড়ানোর অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এখন শুধু অপেক্ষা বিসিসিআইয়ের চূড়ান্ত সূচি ঘোষণার।

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ