ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

এখন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৪ ২১:২৪:১৮
এখন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের চলতি আসরে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। বাকি অংশের জন্য বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। মুস্তাফিজকে নিতে ফ্র্যাঞ্চাইজিটির খরচ পড়েছে ৬ কোটি রুপি—যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।

চলতি আইপিএল আসরের মাঝপথে ভারত-পাকিস্তান উত্তেজনায় স্থগিত হয় টুর্নামেন্ট। পরে যুদ্ধবিরতির পর পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে বাকি অংশ। তবে ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অজি ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। দিল্লীর হয়ে মুস্তাফিজ খেলবেন টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে। ম্যাচপ্রতি ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হবে তাকে।

এই চুক্তির মধ্য দিয়েই আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হয়ে উঠলেন মুস্তাফিজ। আগের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার। ২০০৯ সালে আইপিএল নিলামে মাত্র ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে উঠলেও দলগুলোর আগ্রহে তার দাম পৌঁছায় ৬ লাখ ডলার পর্যন্ত। এতদিন এটাই ছিল কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

এরপর তালিকায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১১ সালে তিনি ৪ লাখ ডলারে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। এরপর ২০২১ সালে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় একই ফ্র্যাঞ্চাইজি। ২০১৪ সালেও শাহরুখ খানের দলটি ২ কোটি ৮০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায়।

আইপিএলে এর আগে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, লিটন দাসসহ আরও কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় খেললেও পারিশ্রমিকের দিক থেকে কেউই মুস্তাফিজ, মাশরাফি কিংবা সাকিবের কাছাকাছি যেতে পারেননি।

মুস্তাফিজ এর আগেও বিভিন্ন আসরে আইপিএলে খেলেছেন। তার পারিশ্রমিক ছিল কখনো ২ কোটি ২০ লাখ, কখনো ২ কোটি, কখনো ১ কোটি ৪০ লাখ বা ১ কোটি রুপি পর্যন্ত। এছাড়া লিটন দাস একবার ৫০ লাখ রুপিতে দল পেয়েছিলেন আইপিএলে।

একনজরে আইপিএলের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটাররা:

মুস্তাফিজুর রহমান – দিল্লী ক্যাপিটালস – ৬ কোটি রুপি

মাশরাফি বিন মুর্তজা – কলকাতা নাইট রাইডার্স – ৬ লাখ ডলার

সাকিব আল হাসান – কলকাতা নাইট রাইডার্স – ৪ লাখ ডলার (২০১১)

সাকিব আল হাসান – কলকাতা নাইট রাইডার্স – ৩ কোটি ২০ লাখ রুপি (২০২১)

সাকিব আল হাসান – কলকাতা নাইট রাইডার্স – ২ কোটি ৮০ লাখ রুপি (২০১৪)

মোঃ রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ