ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সাই সুদর্শন-গিল শো! দিল্লির ২০০ রানও যথেষ্ট হলো না

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৮ ২৩:৫২:২১
সাই সুদর্শন-গিল শো! দিল্লির ২০০ রানও যথেষ্ট হলো না

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫-এর ৬০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২০০ রানের লক্ষ্য অনায়াসে টপকে গেল গুজরাট টাইটানস। মাত্র ১৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করল তারা। এদিন গুজরাটের হয়ে বিস্ফোরক ইনিংস খেলেন দুই ওপেনার—সাই সুদর্শন ও শুভমান গিল। দুজনই অপরাজিত থাকেন, গুজরাট জয় পায় ১০ উইকেট হাতে রেখে এবং ৬ বল বাকি থাকতে।

দিল্লির শক্তিশালী স্কোর

প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস স্কোরবোর্ডে তোলে ১৯৯ রান ৩ উইকেট হারিয়ে। অধিনায়ক অক্ষর প্যাটেল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের হিরো ছিলেন কেএল রাহুল। ৬৫ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। এছাড়া অভিষেক পোরেল ১৯ বলে ৩০ এবং অক্ষর প্যাটেল ১৬ বলে ২৫ রান করেন।

গুজরাটের পক্ষে একমাত্র সফল বোলার ছিলেন আরশাদ খান, যিনি ২ ওভারে ৭ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ও সাই কিশোর একটি করে উইকেট নেন।

সুদর্শন-গিলের চমৎকার জুটি

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাই সুদর্শন ও শুভমান গিল। পাওয়ার প্লেতে আসে ৫৯ রান। সুদর্শন তুলে নেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস—৬১ বলে ১০৮ রান (১২ চার ও ৪ ছক্কা)। অন্যদিকে গিলও খেলেন ৫৩ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস (৩ চার ও ৭ ছক্কা)। দুজনে মিলে গড়েন অবিচ্ছিন্ন ২০৫ রানের উদ্বোধনী জুটি, যা আইপিএলের ইতিহাসে অন্যতম স্মরণীয় পার্টনারশিপ।

দিল্লির বোলিং বিপর্যয়

গুজরাটের দুই ওপেনারের সামনে পুরোপুরি ব্যর্থ হয় দিল্লির বোলিং ইউনিট। টিএন নটরাজন ৩ ওভারে ৪৯ রান দেন, আর অধিনায়ক অক্ষর প্যাটেল ৩ ওভারে খরচ করেন ৩৫ রান। ৬ জন বোলার ব্যবহার করলেও কেউই উইকেটের মুখ দেখাতে পারেননি। ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজ।

ম্যাচ সেরা: সাই সুদর্শন

এই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাই সুদর্শন। তার ১০৮ রানের অনবদ্য ইনিংস গুজরাটকে এনে দেয় একতরফা জয়।

পয়েন্ট টেবিলের প্রভাব

এই জয়ে ১২ ম্যাচ শেষে গুজরাট টাইটানস তাদের অবস্থান আরও শক্ত করে তুলল পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের প্লে-অফের আশা এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ