বড় বিপদে মুস্তাফিজের দিল্লী: ভেসে যাবে প্লে-অফের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জমজমাট লড়াই এবার মুখোমুখি হয়েছে এক নতুন প্রতিপক্ষের—আবহাওয়া। যুদ্ধবিরতির পর আবারও মাঠে ফিরেছে ক্রিকেট, কিন্তু এবার ম্যাচ পাততে হচ্ছে বৃষ্টির চোখ রাঙানির মাঝখানে। এরই মধ্যে চলতি মৌসুমের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা। আজ (২১ মে) মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালসের মধ্যকার যে ম্যাচটি হওয়ার কথা ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সেটি সরিয়ে নিতে আয়োজকদের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন দিল্লীর সহ-মালিক পার্থ জিন্দাল।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস বলছে, মঙ্গলবার ও বুধবার মুম্বাইয়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার যদিও রাত ৮টা পর্যন্ত তেমন কোনো বৃষ্টির দেখা মেলেনি, তবু আইএমডি চারদিনের ‘হলুদ সতর্কতা’ জারি করে রেখেছে মুম্বাইয়ের জন্য। এই সতর্কতার মাঝেই মঙ্গলবার অনুশীলন সেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এমন আবহাওয়ার প্রেক্ষিতে ইতোমধ্যেই একটি ম্যাচের ভেন্যু সরিয়ে নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ২৩ মে’র সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি বেঙ্গালুরু থেকে স্থানান্তর করে নেওয়া হয়েছে লক্ষ্ণৌতে। এর পরপরই আজকের ম্যাচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দিল্লী ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আজকের ম্যাচও সরিয়ে নেওয়া উচিত।
পার্থ জিন্দাল বলেন, “মুম্বাইয়ে আগামীকাল (বুধবার) বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, আর ম্যাচটি যদি বাতিল হয় তাহলে তা শুধু আমাদের জন্য নয়, গোটা টুর্নামেন্টের জন্যই ক্ষতিকর হবে। যেমনভাবে আরসিবি বনাম এসআরএইচের ম্যাচটি স্থানান্তর করা হয়েছে, ঠিক তেমনই আমরা গত ছয় দিন ধরে জেনে আসছি—২১ মে মুম্বাইয়ে বৃষ্টি হবে। সে অনুযায়ী এখনো সময় আছে বিকল্প ব্যবস্থা নেওয়ার।”
এদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজই এবারের আইপিএলের শেষ ম্যাচ হওয়ার কথা। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে, কারণ প্লে-অফে ওঠার লড়াইয়ে দুদলই এখন সমানে সমান। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে, অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লী আছে পঞ্চম স্থানে। অর্থাৎ আজকের ম্যাচের ফল যেকোনো দলকে প্লে-অফের খুব কাছাকাছি নিয়ে যেতে পারে, আবার বৃষ্টিতে ভেসে গেলে উভয় দলই পাবে এক পয়েন্ট করে—যা শেষ ম্যাচের আগে সমীকরণ করে তুলবে আরও জটিল।
দিল্লী ক্যাপিটালসের হয়ে এবারের আসরে খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আজকের ম্যাচ তাদের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। হার মানেই বিদায়। তবে ম্যাচটি মাঠে না গড়ালেও অসুবিধায় পড়বে দিল্লীই। কারণ এক পয়েন্ট পেলে তারা হয়তো টিকে থাকবে, কিন্তু তখন শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকেও।
প্রাথমিক পর্বে দুই দলেরই শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়পুরে অনুষ্ঠিত হবে। তবে আজকের ম্যাচ নিয়েই যত দুশ্চিন্তা। আবহাওয়া যদি রেহাই না দেয়, তবে ফিজদের স্বপ্ন থেমে যেতে পারে ওয়াংখেড়ের বৃষ্টিভেজা আকাশের নিচেই।
আজ সন্ধ্যা নামার আগেই জানা যাবে, প্রকৃতি নাকি পরিকল্পনা—শেষ হাসি কে হাসে।
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি-এইচএসসির বোর্ডসেরা শিক্ষার্থীরা পাচ্ছেন ২৫ হাজার টাকা পুরস্কার
- আজ বাংলাদেশের বাজারে১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা দাম
- ইরান-যুক্তরাষ্ট্র শান্তির আলোয় তেলের দর ৪% কমেছে
- বিএনপির ৪ নেতার পদত্যাগ: সামনে এলো আসল কারণ
- স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে কমছে, কারণ জানেন কি?
- ফুটবলে বাংলাদেশের নতুন ইতিহাস: ২৮-০ গোলের বড় জয় দেখল বিশ্ব
- মুস্তাফিজকে পরের ম্যাচে রাখার কারণ জানালেন দিল্লি অধিনায়ক
- শেয়ারবাজার নিয়ে খেলা বন্ধে কঠোর শাস্তির দাবি
- শেয়ারবাজারে আস্থা ফিরাতে পাঁচ সদস্যের দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাই
- শেয়ারবাজারের ঝুঁকি নিয়ে গভর্নর সতর্ক, জানিয়ে দিলেন বিনিয়োগকারীদের
- দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস: টস শেষ, জানুন একাদশে মুস্তাফিজের অবস্থান
- গুজরাটের বড় জয়, দিল্লির অধিনায়কের অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া
- দেশের সোনার বাজার অস্থির: ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- আজ থেকে নতুন দামে বিক্রি হবে১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- শেয়ারবাজারে নাটকীয় দিন: একই শ্রেণির শেয়ার দুই চরমে