ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

কুষ্টিয়ায় পাঁঠা দুধ দিচ্ছে! অবিশ্বাস্য ঘটনা দেখতে ভিড়

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২২ ১৮:৩৫:২৪
কুষ্টিয়ায় পাঁঠা দুধ দিচ্ছে! অবিশ্বাস্য ঘটনা দেখতে ভিড়

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার নগর মোহাম্মদপুরের ক্যানেলপাড়া এলাকায় এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা শুনে অনেকেই চমকে উঠেছেন। আবুল কাশেমের খামারে থাকা একটি তিন বছর বয়সী কালো পাঁঠাটি প্রতিদিন দুধ দিচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে জনতার ভিড় জমতে শুরু করেছে।

খামারির স্ত্রী সেলিনা বেগম জানান, পাঁঠাটির থেকে প্রতিদিন নিয়মিত আধা কেজি দুধ সংগ্রহ করা হয়। “অনেকেই কৌতূহলবশত দুধ খেতে বা বাসায় নিয়ে যেতে আসেন,” বলেন তিনি। খবর ছড়ানোর পর থেকে স্থানীয় মানুষজন পাঁঠাটিকে দেখতে ছুটে আসছেন।

আবুল কাশেম জানান, তার খামারে মোট ৫০-৬০টি পাঁঠা রয়েছে, কিন্তু মাত্র একটিই দুধ দিচ্ছে। এক সপ্তাহ আগে পাঁঠাটির দুধের স্রোত তিনি প্রথম লক্ষ্য করেন এবং হাত দিয়ে চাপ দিলে দুধ বের হতে দেখে অবাক হন।

কুষ্টিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান এই ঘটনা নিয়ে বলেন, “এ ধরনের ঘটনা বিরল হলেও অলৌকিক নয়। পুরুষ পাঁঠার শরীরে হরমোন ভারসাম্যের গোলযোগের কারণে দুধ উৎপাদন হতে পারে। আমরা বিষয়টি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করছি।”

তিনি আরও জানান, দুধটি নিরাপদ ও খাওয়ার উপযোগী কি না তা নিশ্চিত করতে ল্যাব পরীক্ষার প্রয়োজন রয়েছে।

এই বিরল ঘটনা কুষ্টিয়ার নগর মোহাম্মদপুর এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই আগ্রহ নিয়ে দুধদু পাঁঠাটিকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন, তবে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সবাইকে পরীক্ষা-নিরীক্ষার পরেই দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

FAQ:

প্রশ্ন ১: পাঁঠা সত্যিই দুধ দিতে পারে?

উত্তর: সাধারণত পাঁঠা দুধ দেয় না, তবে হরমোনের ভারসাম্যের গোলযোগের কারণে পুরুষ পাঁঠার শরীরে দুধ উৎপন্ন হতে পারে, যা বিরল কিন্তু বৈজ্ঞানিকভাবে সম্ভব।

প্রশ্ন ২: এই দুধ খাওয়া নিরাপদ কি?

উত্তর: দুধ খাওয়ার আগে অবশ্যই ল্যাব পরীক্ষা প্রয়োজন, যাতে তা খাদ্যসুরক্ষার মানদণ্ড পূরণ করে কিনা নিশ্চিত হওয়া যায়।

প্রশ্ন ৩: পাঁঠার দুধের পরিমাণ কত?

উত্তর: কুষ্টিয়ার এই পাঁঠাটি প্রতিদিন প্রায় আধা কেজি দুধ দিচ্ছে বলে খামারি জানিয়েছেন।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ