বিএনপির চাপে সরকার! উঠছে উপদেষ্টা বদলের প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: যমুনা নদীর তীর ঘেঁষে নয়, এবার যেন রাজনীতির স্রোতের মাঝেই ভাসছে দেশের সবচেয়ে আলোচিত সংলাপ। শনিবার (২৪ মে) যমুনা ফিউচার পার্কে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে সংবাদকর্মীদের সামনে এসে বিএনপি জানিয়ে দিল তাদের অবস্থান—“ভোট চাই নিরপেক্ষ, উপদেষ্টা চাই বিশ্বাসযোগ্য।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বললেন, “আমরা দীর্ঘদিন ধরে বলছি, একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজন সুস্পষ্ট রোডম্যাপ। সেই রোডম্যাপে যদি শুরুতেই ভুল চরিত্র থাকে, তবে শেষটা হবে অন্ধকার। তাই বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপদেষ্টা পরিষদ গঠনের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি কর্মী শুধু রাজনীতিতে নয়, ব্যক্তি ও পারিবারিক জীবনেও গত এক যুগে নিপীড়নের শিকার হয়েছে। আমরা বিচারের আশায় দিন গুনছি। যারা অন্যায় করেছে, তারা যেন আইনের মুখোমুখি হয়—এটাই জনগণের দাবি, এটাই আমাদের লড়াই।”
বিএনপির ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের গণতন্ত্র ও মানবাধিকার এক ভয়াবহ দুঃস্বপ্নের ভেতর দিয়ে গেছে। এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব—নতুন স্বপ্ন দেখানো, নতুন আস্থার পথ দেখানো। আর সেই পথের শুরুই হতে হবে উপদেষ্টা পরিষদকে বিতর্কমুক্ত করে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং রাজনৈতিক কর্মসূচিতে হস্তক্ষেপ না করার অনুরোধ জানানো হয়েছে।
ড. ইউনূস বৈঠকে এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় আলোচনার আশ্বাস দেন বলেও জানায় বিএনপি প্রতিনিধি দল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি দলীয় দাবি নয়, এটি হতে পারে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিপ্রস্তর। এখন দেখার পালা, সরকারের পছন্দের তালিকায় বদল আসে কি না—নাকি বিতর্কই থেকে যায় উপদেষ্টা পরিষদের ছায়াসঙ্গী হয়ে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপির মনোনয়নে বড় রদবদল: যাদের কপাল খুলল, বাদ পড়লেন যারা
- প্রবাসীদেরইকামাফি নিয়ে দারুন সুখবর দিল সৌদি আরব
- লিভারের বিপদ বুঝবেন যেভাবে: ত্বকের ৪টি পরিবর্তন আজই চিনে নিন
- ত্বকেই মিলবে লিভারের রোগের আভাস: এই ৪ লক্ষণ দেখা দিলে সাবধান
- ILT20-গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস: সরাসরি Live দেখুন এখানে
- ILT20: ম্যাচসেরা হয়ে যত টাকা পেলেন মুস্তাফিজ
- সূচক কমলেও ডিএসইর ৪ শেয়ারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২ জানুয়ারি নতুন পদ্ধতিতে হবে পরীক্ষা
- আইএল টি২০: সেরা ৫ উইকেট শিকারি বোলার তালিকা, জানুন মুস্তাফিজের অবস্থান
- ILT20: শীর্ষ ৫ উইকেট শিকারি বোলারের তালিকা উল্টে পাল্টে দিলেন মুস্তাফিজ
- আজকের সোনার দাম: (শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫)
- বিপিএল ২০২৫: ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ, টিকিট কাটবেন যেভাবে
- চলতি সপ্তাহেই এজিএম ৫২টি তালিকাভুক্ত কোম্পানি
- আজকের সোনার দাম: (রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫)
- ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন বার্তা: পরীক্ষার সূচিতে বড় পরিবর্তন?