সরকারি চাকরিজীবীদের সুখবর ও দু:সংবাদ দুটোই দিলো অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা সামনে রেখে সরকারি চাকরিজীবীদের মাঝে আশার আলো জ্বলে উঠেছে। দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই বাজেটে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা রাখা হচ্ছে। যদিও রেশন সুবিধা ও সচিবালয় ভাতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে এতে সরকারি চাকরিজীবীদের স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেন, “মহার্ঘ ভাতা থাকবে, তবে তার হার ও কার্যকর হওয়ার সময় এখনও চূড়ান্ত হয়নি। বাজেটের আর্থিক সক্ষমতা এবং বাস্তবতার দিকগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, “একসঙ্গে সব ভাতা চালু করা সম্ভব নয়। বিশেষ করে সচিবালয় ভাতা চালু হলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠতে পারে, যা কঠিন পরিস্থিতি তৈরি করবে।”
রেশন সুবিধার প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, “পুলিশ ও বিজিবির কঠোর ও মানবিক শর্তে দায়িত্ব পালন করার কারণে তাদের রেশন সুবিধা দেওয়া হয়। অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দাবি করলেও তাদের কাজের ধরন ভিন্ন। পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ডিউটিতে থাকেন, পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ কম থাকে, এক রুমে একাধিকজন ঘুমান— এসব বিষয় বিবেচনা করা হয়।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, “সচিবালয় ভাতা শুধু সচিবালয়ের জন্য দিলে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বৈষম্যের অনুভূতি পাবেন। তাই সরকার কোনো একক শ্রেণির ওপর অতিরিক্ত সুবিধা দেওয়ার ব্যাপারে সতর্ক।”
অর্থাৎ, আগামী বাজেটে মহার্ঘ ভাতা নিশ্চিত হলেও রেশন ও সচিবালয় ভাতা এখনো সরকারি কর্মীদের জন্য অধরা। তবে বাজেটের ঘোষণা মাত্র এক-দু’সপ্তাহ দূরে, তখনই এসব নিয়ে স্পষ্টতা আসবে।
সরকারের ভাবনা স্পষ্ট — আর্থিক ভারসাম্য ও মানবিক দিক বিবেচনা করে সকল কর্মীর কল্যাণে সুচিন্তিত সিদ্ধান্ত নেবে। এই মহার্ঘ ভাতার অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা এখন মনোযোগ দিচ্ছেন আগামীর দিনগুলোতে আরও উন্নত কর্মপরিবেশের প্রত্যাশায়।
এই বাজেট থেকে সরকার যে বার্তা দিচ্ছে, তা হলো: সরকারি কর্মীদের স্বার্থ রক্ষা আর তাদের জীবনের মানোন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ সতর্কবার্তা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- মার্জিন বিধিমালা ২০২৫ খসড়া প্রকাশ, বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি