ভারতের সীমান্ত পেরিয়ে পিনাকি ভট্টাচার্যের স্মৃতিময় যাত্রা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রখ্যাত ব্লগার ও সমাজকর্মী পিনাকি ভট্টাচার্য পায়ে হেঁটে ভারতের সীমান্ত অতিক্রম করছেন। এই ভিডিও প্রথম প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের, আর তা দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে।
ভিডিওর কণ্ঠস্বর
ভিডিওতে পিনাকি ভট্টাচার্যের সঙ্গী তার ঘনিষ্ঠ বন্ধুরা — নুরুল ইসলাম ভুঁইয়া ছোটন, মুস্তাইন জহির ও মুজিবুর রহমান মঞ্জু — তাকে বিদায় জানাচ্ছেন। ছোটনের মনোজ্ঞ কথাটি সবাইকে ভাবিয়ে তুলেছে, "আর কিছু নাই, ভেরি কম্ফোর্টেবল।" হাতে ঝোলা ব্যাগে ছিল শুধু কয়েকটি অতি প্রয়োজনীয় জিনিসপত্র—টি-শার্ট, পাজামা, ল্যাপটপ আর স্মৃতির ঝুলি। পিনাকি বলছিলেন, "এই মুহূর্তটা আমি ফুলকুমারিতে লিখেছি," যেন প্রত্যেক পদক্ষেপে বোনা হচ্ছে তার জীবনের একটি নতুন অধ্যায়।
স্বপ্নের বাংলাদেশ
পিনাকি জানান, তার আখ্যান শুধু পাড়ি দেওয়া নয়, বরং এক অন্য রঙের বাংলাদেশ গড়ার প্রচেষ্টা। “আমরা দেখতে চাই একটি দরিদ্রবান্ধব, সাম্যপরায়ণ ও ন্যায়পরায়ণ রাষ্ট্র,” তার কথায় লুকানো ছিল এক আশাবাদী সংগ্রামের সুর। রাজনৈতিক যুদ্ধে শত্রু থাকবে, তা স্বাভাবিক, “তবে বন্ধু অনেক বেশি,” বললেন তিনি, যা থেকে বোঝা যায়—তাঁর বিশ্বাসের মুকুটে বন্ধুত্বের মোতি ঝকঝক করছে।
বিবাদ ও বিভাজন
ভিডিও প্রকাশের পর থেকে নানা মতের সংঘর্ষ বেড়েছে। অনেকে পিনাকির যাত্রাকে দেখছেন গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষের সাহসী প্রতীক হিসেবে। আবার কেউ মনে করছেন, এটি একটি পরিকল্পিত প্রচারাভিযান, যা সহিংসতা উসকে দেয়। এই দ্বন্দ্বই তুলে ধরেছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চের তীব্র তাপমাত্রা।
বিদেশ থেকে লড়াই
বর্তমানে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেখান থেকে তিনি তার ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের রাজনীতি ও সামাজিক ইস্যু নিয়ে সরব রয়েছেন। তার সংগ্রামের স্বর দেশ ও বিদেশে একই মাত্রায় স্পন্দিত হচ্ছে।
একজন মানুষ হিসেবে পিনাকি ভট্টাচার্যের এই সীমান্ত পেরোনো মুহূর্ত কেবল একটি পদচারণা নয়, বরং দেশের জন্য এক নতুন স্বপ্নের সূচনা। যুদ্ধে বন্ধুরা বেশি, শত্রুরা কম—এই বিশ্বাসে তার লড়াই থামবে না। কারণ জীবনের প্রতিটি সীমান্ত পেরোনো মানে নতুন করে শুরু হওয়া।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র ২০০ টাকায় স্টারলিংক! কীভাবে সম্ভব হলো জানলে চমকে যাবেন
- আজ এক ভরি ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৮১৬ টাকা!
- শেয়ারবাজারে চাঙ্গাভাব ফেরাতে বড় উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
- ভিন্সের উইকেট নেওয়ার পরও সাকিবকে বোলিংয়ে না আনায় ক্ষোভে সমর্থকরা
- পুঁজিবাজারে বড় সাত সিদ্ধান্ত: ডেরিভেটিভ লেনদেনের যুগে প্রবেশ, কমল বিও হিসাব ফি
- ছক্কার বদলে এক রান, আম্পায়ারকে একহাত নিলেন প্রীতি
- আইপিএল শেষে দুঃসংবাদ দিলেন মুস্তাফিজ
- রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ড. ইউনূস
- আইপিএলে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ, স্টার্কও পিছনে
- মহার্ঘ ভাতার পাশাপাশি চাকরিজীবীদের দু:সংবাদ দিল অর্থ উপদেষ্টা
- ডিএসই সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- শাহীনের আগুনে ভস্ম ইসলামাবাদ, ফাইনালে লাহোর
- ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায়, ফাফ ডু প্লেসিসের কড়া মন্তব্য
- সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি লাইসেন্স বাতিলেরউদ্যোগ