বাজেটে ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার যেন অনেক দিন ধরেই মরুভূমিতে এক ফোটা বৃষ্টির অপেক্ষায় ছিল। সেই প্রতীক্ষার অবসান ঘটাতে পারে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। আজ সোমবার (২ জুন) সংসদে উত্থাপিত হতে যাওয়া বাজেটে বাজার সংশ্লিষ্টদের জন্য থাকছে একগুচ্ছ স্বস্তির প্রস্তাব—কর কমছে, উৎসাহ বাড়ছে, ফিরে আসছে আশাবাদ।
করের বোঝা কমছে, ফিরে পাচ্ছে দম
বছরের পর বছর ধরে লোকসানের ভার টেনে নেওয়া অনেক ব্রোকারেজ হাউসের মুখে এখন কিছুটা হাসির রেখা। কারণ, প্রস্তাবিত বাজেটে শেয়ার লেনদেনে উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রাখা হচ্ছে। বহুদিনের এই দাবির পক্ষে দীর্ঘ সময় ধরে সরব ছিল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম বললেন, “এই কর কমানো শুধু আর্থিক স্বস্তিই দেবে না, এটি হবে অনেক ছোট ও ক্ষতিগ্রস্ত ব্রোকারেজ হাউসের টিকে থাকার শেষ আশার বাতি।”
মার্চেন্ট ব্যাংকের জন্য বড় সুখবর
শুধু ব্রোকারেজ হাউস নয়, কর কমার আলোয় আলোকিত হতে যাচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলোও। এতদিন ৩৭.৫ শতাংশ কর হারে ব্যবসা চালাতে হিমশিম খাওয়া এসব প্রতিষ্ঠান এখন ২৭.৫ শতাংশ কর সুবিধা পেতে পারে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুনের ভাষায়, “আমরা প্রচলিত ব্যাংক নই, অথচ একই কর দিচ্ছি। এই ভার কমলে আমরা গবেষণা ও বাজার উন্নয়নে বিনিয়োগ বাড়াতে পারব। ফলে ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করাও সহজ হবে।”
তালিকাভুক্তিতে মিলবে বাড়তি প্রণোদনা
ভালো কোম্পানিকে শেয়ারবাজারে আনতে এবার বাজেটে আরও বড় পরিকল্পনা—তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির কর ব্যবধান বাড়িয়ে ৫ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে উন্নীত করার প্রস্তাব থাকছে।
এই ব্যবধান তৈরির মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিতে চায়: বাজারে এসো, কর সুবিধা নাও, আর দেশের মূলধনী বাজারকে শক্তিশালী করো। প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২২.৫ শতাংশ এবং পুরো লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হলে তা আরও কমে ২০ শতাংশে নেমে আসবে। অপরদিকে, তালিকাবহির্ভূত কোম্পানির কর হার থাকবে ২৭.৫ শতাংশ, কিছু শর্ত পূরণ করলে ২৫ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে।
আস্থার বার্তা, সম্ভাবনার দিগন্ত
বাজেটের এসব প্রস্তাবকে শুধু আর্থিক সুবিধা হিসেবে নয়, বরং বাজারে আস্থার বার্তা হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা। করের বোঝা কমানো, কর ব্যবধান বাড়ানো এবং তালিকাভুক্তিকে উৎসাহিত করা—এই তিনটি ধাপ একত্রে বাজারে নতুন গতি আনতে পারে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, গত এক দশকের মধ্যে শেয়ারবাজারের প্রতি এমন প্রত্যক্ষ ইতিবাচক বার্তা খুব কমই এসেছে বাজেট প্রস্তাবনায়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, বাজারে ফিরবে বহুল প্রতীক্ষিত স্থিতিশীলতা।
বাজেটের খসড়া থেকে স্পষ্ট—শেয়ারবাজার আর অবহেলার জায়গা নয়, বরং অর্থনীতির চালিকাশক্তি হিসেবেই তাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। কর ছাড়ের এই সুবাতাস যদি বাস্তব রূপ পায়, তাহলে বাজারের খরা কাটিয়ে ফিরে আসতে পারে নতুন বসন্ত।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- hobart hurricanes vs adelaide strikers: প্রথম ওভার উইকেট পেলেন রিশাদ
- নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা, বেতন বাড়ছে কত গুণ?
- পে-স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবীদের যা জানালেন গভর্নর ড. মনসুর
- কমলো সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত
- ক্ষমতার নতুন সমীকরণ: জাতীয় সরকার গঠন করছে বিএনপি ও জামায়াতে?
- Earthquake Today: ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়
- Big Bash: শীর্ষ ৫ উইকেট শিকারী বোলারের তালিকা উল্টে পাল্টে দিল রিশাদ
- টি-২০ বিশ্বকাপ কি খেলবে বাংলাদেশ? বিসিসিআইয়ের জবাবে নতুন মোড়
- স্বর্ণের দাম: আজ বাংলাদেশে ১৮ ক্যারেট,২১ক্যারেট,২২ক্যারেট সোনা ও রুপার দাম
- Noakhali Express vs Rangpur Riders: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ নিয়ে চূড়ান্ত ঘোষণা! এগিয়ে এল চীন-পাকিস্তান!
- দুই আসনের নির্বাচন স্থগিত
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল কবে? নতুন তারিখ জানাল অধিদপ্তর