চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ জওয়ান আটক, কলাগাছে বেঁধে রাখে জনতা

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত পেরোনোটা যে এতটা ‘গোঁড়া’ বাঁধার কারণ হবে, তা হয়তো কল্পনাও করেননি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওই সদস্য। গরু তাড়াতে এসে নিজেই এমনভাবে ‘তাড়া’ খেয়ে গেলেন যে শেষমেশ কলাগাছই হলো তার আশ্রয়! চাঁপাইনবাবগঞ্জের সাতরশিয়া গ্রামে বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই নাটকীয় ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো সীমান্তজুড়ে।
জানা গেছে, ৫৩ বিজিবির আওতাধীন জহুরপুর বিওপির নিকটবর্তী সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্ত ঘেঁষা। প্রতিদিনকার মতোই এদিনও কয়েকটি ছাগল সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে যায়। ছাগল তাড়াতে গিয়ে বিএসএফের ওই সদস্য হঠাৎ করেই নিজেই অনুপ্রবেশ করে ফেলেন বাংলাদেশে—যদিও সেটা ছিল স্পষ্টভাবেই অসাবধানতাজনিত।
কিন্তু সীমান্তবাসীরা তাকে দেখে চুপ করে থাকেননি। দেশের ভেতরে বিদেশি সেনার উপস্থিতি মানতেই পারেননি তারা। মুহূর্তেই লোকজন জড়ো হয়ে যায়, এরপর শুরু হয় উত্তেজনা। নিরাপত্তার নামে শুরু হয় গণ-আটক—আর এর পরিণতি? কলাগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সেই বিএসএফ সদস্যকে!
খবর ছড়িয়ে পড়ে চারপাশে। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে হাজির হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে তারা। এরপর উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আটকে পড়া বিএসএফ সদস্যকে।
৫৩ বিজিবির হাবিলদার মানিক জানান, “আমাদের অধিনায়ক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। শিগগিরই বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
এদিকে, ঘটনাটি ঘিরে সীমান্তজুড়ে তৈরি হয়েছে এক ধরনের উত্তেজনা। সাধারণ মানুষের চোখে বিষয়টি ছিল একপ্রকার ‘জবাবদিহির’ প্রতীক—যদিও সরকারি পর্যায়ে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
সীমান্তে প্রতিনিয়ত ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো অনেক সময় বড় ধরনের ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী জনগণ যখন নিজেরাই ‘আইন হাতে তুলে নেয়’, তখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে আটক করলেও বিজিবির দায়িত্বশীল ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে—এটাই আপাত স্বস্তির বিষয়।
ঘটনার এমন মোড় অবশ্য সামাজিক মাধ্যমেও ঝড় তুলেছে। অনেকেই বলছেন, "এই তো বাস্তবের সিনেমা—গরু তাড়াতে গিয়ে জওয়ানই হলো তাড়িত!" তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, সীমান্তে নজরদারির ঘাটতি কিংবা আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়ে।
সবশেষে প্রশ্ন থেকেই যায়—সীমান্ত শুধু লাইন নয়, এটা ভরসা ও সমঝোতার দেয়ালও বটে। সেখানে এমন ‘কলাগাছ-কাহিনি’ বারবার না ঘটে, সেটাই এখন প্রত্যাশা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবেন দেখবেন লাইভ
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন