চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ জওয়ান আটক, কলাগাছে বেঁধে রাখে জনতা

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত পেরোনোটা যে এতটা ‘গোঁড়া’ বাঁধার কারণ হবে, তা হয়তো কল্পনাও করেননি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওই সদস্য। গরু তাড়াতে এসে নিজেই এমনভাবে ‘তাড়া’ খেয়ে গেলেন যে শেষমেশ কলাগাছই হলো তার আশ্রয়! চাঁপাইনবাবগঞ্জের সাতরশিয়া গ্রামে বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই নাটকীয় ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো সীমান্তজুড়ে।
জানা গেছে, ৫৩ বিজিবির আওতাধীন জহুরপুর বিওপির নিকটবর্তী সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্ত ঘেঁষা। প্রতিদিনকার মতোই এদিনও কয়েকটি ছাগল সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে যায়। ছাগল তাড়াতে গিয়ে বিএসএফের ওই সদস্য হঠাৎ করেই নিজেই অনুপ্রবেশ করে ফেলেন বাংলাদেশে—যদিও সেটা ছিল স্পষ্টভাবেই অসাবধানতাজনিত।
কিন্তু সীমান্তবাসীরা তাকে দেখে চুপ করে থাকেননি। দেশের ভেতরে বিদেশি সেনার উপস্থিতি মানতেই পারেননি তারা। মুহূর্তেই লোকজন জড়ো হয়ে যায়, এরপর শুরু হয় উত্তেজনা। নিরাপত্তার নামে শুরু হয় গণ-আটক—আর এর পরিণতি? কলাগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সেই বিএসএফ সদস্যকে!
খবর ছড়িয়ে পড়ে চারপাশে। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে হাজির হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে তারা। এরপর উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আটকে পড়া বিএসএফ সদস্যকে।
৫৩ বিজিবির হাবিলদার মানিক জানান, “আমাদের অধিনায়ক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। শিগগিরই বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
এদিকে, ঘটনাটি ঘিরে সীমান্তজুড়ে তৈরি হয়েছে এক ধরনের উত্তেজনা। সাধারণ মানুষের চোখে বিষয়টি ছিল একপ্রকার ‘জবাবদিহির’ প্রতীক—যদিও সরকারি পর্যায়ে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
সীমান্তে প্রতিনিয়ত ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো অনেক সময় বড় ধরনের ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী জনগণ যখন নিজেরাই ‘আইন হাতে তুলে নেয়’, তখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে আটক করলেও বিজিবির দায়িত্বশীল ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে—এটাই আপাত স্বস্তির বিষয়।
ঘটনার এমন মোড় অবশ্য সামাজিক মাধ্যমেও ঝড় তুলেছে। অনেকেই বলছেন, "এই তো বাস্তবের সিনেমা—গরু তাড়াতে গিয়ে জওয়ানই হলো তাড়িত!" তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, সীমান্তে নজরদারির ঘাটতি কিংবা আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়ে।
সবশেষে প্রশ্ন থেকেই যায়—সীমান্ত শুধু লাইন নয়, এটা ভরসা ও সমঝোতার দেয়ালও বটে। সেখানে এমন ‘কলাগাছ-কাহিনি’ বারবার না ঘটে, সেটাই এখন প্রত্যাশা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি