ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আবহাওয়ার পরিবর্তন: আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ০৫ ২০:২১:৩৮
আবহাওয়ার পরিবর্তন: আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ

নিজম্ব প্রতিবেদক: আগামী তিনদিন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের তাপমাত্রা দিনের ও রাতের সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি হলেও মৌসুমি বায়ু সক্রিয় না থাকায় তা খুব বেশি স্থায়ী হবে না। ফলে দিনভর গরম আবহাওয়া কিছুটা প্রশমিত হলেও আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

মোঃ রাজিব/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ