বুমরাহর সিদ্ধান্তেই অধিনায়কত্ব গিলের হাতে

নিজস্ব প্রতিবেদক: অধিনায়কত্বের দৌড়ে তাঁর নাম ছিল একদম উপরের সারিতে। পারফরম্যান্স, অভিজ্ঞতা আর নেতৃত্বগুণ—সবদিক থেকেই ছিলেন এগিয়ে। তবুও ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হলেন না জাসপ্রিত বুমরাহ। বরং নেতৃত্বের ভার গেল তরুণ ব্যাটার শুভমান গিলের কাঁধে।
এমন সিদ্ধান্তে অনেকেই অবাক। তবে এর পেছনে যে মূল ভূমিকা রেখেছেন বুমরাহ নিজেই, সে কথাই এবার সামনে আনলেন এই পেসার।
‘আমি নিজে থেকেই না বলেছি’
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহ জানান, বিসিসিআই তাঁকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছিল। তবে তিনি নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন—শুধু নিজের শারীরিক অবস্থা ও ওয়ার্কলোড বিবেচনায়।
বুমরাহ বলেন, “আইপিএলের সময় আমি বোর্ডের সঙ্গে আমার ওয়ার্কলোড নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমার চিকিৎসকও আমাকে সতর্ক করেছিলেন—পাঁচ টেস্টের সিরিজ খেলতে হলে শরীরকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “বিসিসিআই আমাকে নেতৃত্বের জন্য ভাবছিল, তবে আমি নিজেই না বলেছি। কারণ পাঁচ ম্যাচের মধ্যে যদি তিনটা খেলি, আর বাকি দুটোতে অন্য কেউ অধিনায়কত্ব করে, তাহলে সেটা দলের জন্য ভালো বার্তা দেয় না।”
দলের স্বার্থেই বড় ত্যাগ
২০২৩ সাল থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে সেই ইনজুরির রেশ পড়ে। এরপর আইপিএলের শুরু এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। তাই নতুন করে কোনো ঝুঁকি নিতে চাননি বুমরাহ।
শরীরের কথা চিন্তা করেই এবার ইংল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে খেলবেন মাত্র তিনটি। তবে কোন তিনটি ম্যাচে তিনি খেলবেন, তা এখনো নির্ধারণ হয়নি।
নেতৃত্বে ভরসা গিলের ওপর
বুমরাহ সরে দাঁড়ানোর পর ভারতীয় বোর্ড আস্থা রেখেছে শুভমান গিলের ওপর। ২৫ বছর বয়সী এই ওপেনারকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করতেই তার হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। সাম্প্রতিক ফর্ম, মাঠে উপস্থিত বুদ্ধি এবং তরুণদের সঙ্গে সহজ সংযোগই হয়তো তাকে এগিয়ে দিয়েছে।
বুমরাহর ত্যাগেই নতুন যাত্রা
নেতৃত্ব নিতে না চাওয়া অনেক সময় দুর্বলতা মনে হলেও, বুমরাহর ক্ষেত্রে তা ঠিক উল্টো। নিজের সীমাবদ্ধতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই ফুটে উঠেছে তাঁর পরিণত মনোভাব। নিজের চেয়ে দলের স্বার্থকে গুরুত্ব দেওয়ার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
বুমরাহ অধিনায়ক না হলেও, ভারতীয় ক্রিকেটে তাঁর ভূমিকা কমছে না একটুও—এমনকি নেতৃত্বের বাইরেও তিনি যে একজন নিঃশব্দ নেতা, সেটাই আরও একবার প্রমাণ হলো।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জেনেনিন সৌদি আরবে আকামা করতে কত খরচ হয়
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- SSC 2025 বোর্ড চ্যালেঞ্জ ফল কবে প্রকাশ হবে? ভর্তি হবে কীভাবে?
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- চেলসি বনাম পিএসজি লাইভ ম্যাচ: বাংলাদেশ থেকে সরাসরি দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
- পুঁজিবাজারে ৮ কোম্পানি ঘোষণা করলো বোর্ড সভার তারিখ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ সময়সূচী
- বাংলাদেশ বনাম নেপাল: আজ মাঠে নামছে দুই দল, জেনে নিন সময় সূচি