আসছে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া, চার বন্দরে ৩ নম্বর সতর্কতা

উত্তাল হতে পারে সাগর, উপকূলে বাড়ছে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আকাশে ঘন কালো মেঘের ছায়া, সাগরে বাড়ছে উত্তেজনা—উপকূলজুড়ে যেন বাতাসে শোনা যাচ্ছে ঝড়ের আগমনী বার্তা। বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু, যার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে নামতে পারে অতি ভারী বৃষ্টি, বইতে পারে ঝোড়ো হাওয়া। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ চারটি সমুদ্রবন্দরে দেখাতে বলা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
শুক্রবার (২০ জুন) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। এতে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। সেই সঙ্গে বায়ুচাপের তারতম্য তৈরি করেছে দমকা হাওয়ার সম্ভাবনা। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলজুড়ে নেমে আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সৃষ্টি হতে পারে বন্যা বা জলাবদ্ধতার মতো পরিস্থিতি।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তাল সাগরের কারণে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর সাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সমুদ্রের আচরণ অত্যন্ত অনিশ্চিত। উত্তাল ঢেউ ও ঝড়ো বাতাস যে কোনো সময় পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে। তাই উপকূলবর্তী এলাকাগুলোর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ঝড় মানেই আতঙ্ক নয়, প্রস্তুতিই এখন সবচেয়ে বড় নিরাপত্তা।
আকাশে যদি কালো মেঘ ঘনায়, তার মানে এই নয় যে আলো নিভে গেছে—বরং নতুন সূর্য উঠতে পারে প্রস্তুতির ঠিক পরেই। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- সেনাবাহিনী প্রধানের নতুন ঘোষণা, যা বললেন তিন বাহিনী প্রধান
- শুরু বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: ম্যাচটি লাইভ দেখুন এখানে
- প্রকৌশল খাতের ৫ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- টপ এন্ড টি–টোয়েন্টি: বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- বিদেশি বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে চার কোম্পানির শেয়ার
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- ক্রিকেট দুনিয়ায় শোকের কালো ছায়া: মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক
- বিদায়ী সপ্তাহে ৮ কোম্পানির শেয়ার বছরের সর্বনিম্ন দামে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম নেপাল লড়াই: ম্যাচটি লাইভ দেখার সহজ উপায়
- আজকের সকল দেশের টাকার রেট(১৬ আগস্ট ২০২৫)
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- সোনার বাজারে স্বস্তি: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা